কয়েকদিন পরেই শুরু হবে শ্রীলংকা সিরিজ। কাল থেকে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্পে নামবে বাংলাদেশ দল। তার আগে দলের কোচদের সঙ্গে আলাপ সেরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান জাতীয় দলের কোচরা। ছুটি শেষে শ্রীলংকা সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন ডমিঙ্গো, হেরাথ এবং ডোনাল্ড। তার আগে আসেন সিডন্স। রবিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, রঙ্গনা হেরাথ, অ্যালান ডোনাল্ড এবং, জেমি সিডন্সদের সঙ্গে বৈঠক করেন পাপন।
বৈঠকে সিরিজ নিয়ে আলোচনা হলেও, ঠিক কি কি কথা হয়েছে তা এখনো জানা যায়নি।দুপুর সাড়ে ১২ টার দিকে বৈঠক স্থলে এসে পৌঁছান বিসিবি বস। তার আগেই এসে হাজির হয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
সপ্তাহ খানেক বাদেই শুরু হবে দুই দলের মধ্যকার এই টেস্ট সিরিজ। সিরিজের দুটি ম্যাচই আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২২-২০২৩) এর অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ সিরিজে চরম ভরাডুবির পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে বাংলাদেশ। সামনের সিরিজগুলোতে জয়ের ধারায় ফেরার বিষয়েও আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে শ্রীলংকা দল। ৯ মে ঐচ্ছিক অনুশীলন সেরে ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিরুদ্ধে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ মে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। তবে ঘরের মাঠে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারবে কি বাংলাদেশ? তা অবশ্য সময়ই বলে দেবে।