BJ Sports – Cricket Prediction, Live Score

কেমন হয়েছে বাংলাদেশের প্রস্তুতি?

Bangladesh Team

Bangladesh Team

টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কুলিজ ক্রিলেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে সেই ম্যাচে প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশের। এমনটাই মনে করছেন দলের অন্যতম তারকা পেসার ইবাদত হোসেন।

ম্যাচ শেষে ইবাদত বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা তিনদিনের একটা প্রাকটিস ম্যাচ খেললাম। প্রস্তুতি হিসেবে খুব ভালো হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো করেছে। তামিম ভাই দেড়শো করেছেন, শান্ত পঞ্চাশ করেছে। আমাদের ব্যাটিং অর্ডারে সবাই ভালো করেছে।’

প্রথম ইনিংস ৭ উইকেট হারিয়ে ৩১০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও করেছে ১ উইকেটে ৪৭ রান। প্রতিপক্ষের এক ইনিংসে ৮টি উইকেট তুলে নিয়েছেন টাইগাররা। ২৮৭ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে সেরা প্রস্তুতিটা সেরে নিয়েছেন দলের সেরা ওপেনার তামিম। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হক।

বোলাররাও খুব একটা খারাপ করেননি। মুস্তাফিজুর রহমান প্রথম দুই দিন না নামলেও শেষ দিনে নামা মাত্রই জোড়া আঘাত হানলেন। সবমিলিয়ে ৬ ওভারে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া এবাদত হোসেন নিয়েছেন তিন উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান প্রস্তুতি ম্যাচে না খেললেও আলাদাভাবে নেট অনুশীলন সেরেছেন।

অন্যান্য বোলাররা ছিলেন সাদামাটা। পেসার খালেদ আহমেদ এবং রেজাউর রহমান রাজা পেয়েছেন একটি করে উইকেট। তবে দুশ্চিন্তার বিষয় হতে পারে, দুই বিশেষজ্ঞ স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের উইকেটশূন্য থাকা। পার্টটাইমাররাও সফলতা পাননি। আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে দুদলের মধ্যকার প্রথম টেস্ট।

Exit mobile version