BJ Sports – Cricket Prediction, Live Score

কেন উইলিয়ামসন এর বদলে টেস্ট অধিনায়ক টিম সাউদি

কেন উইলিয়ামসন এর বদলে টেস্ট অধিনায়ক টিম সাউদি

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তার পরিবর্তে কিউইদের টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন টিম সাউদি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে উইলিয়ামসন টেস্ট ক্রিকেটের থেকে নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এই ফরম্যাটে নতুন অধিনায়ক হতে চলেছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। 

টেস্ট থেকে সরে দাঁড়ালেও বাকি দুই ফরম্যাট ওয়ানডে এবং টি – টোয়েন্টিতে দায়িত্ব পালন করে যাবেন উইলিয়ামসন। আর নিজেকে চাপমুক্ত রেখে এই দুই ফরম্যাটে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উইলিয়ামসন জানান,  নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

উইলিয়ামসনের পর টিম সাউদি হতে যাচ্ছেন কিউইদের ৩২ তম টেস্টে অধিনায়ক। চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। পাকিস্তান সফরে  তারা ২ টেস্ট এবং ৩ ওয়ানডে খেলবে। সেখানেই টেস্ট সিরিজ দিয়ে অধিনায়কের দায়িত্ব হাতে নিতে চলেছেন নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার। আর তার সঙ্গে সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম লাথাম। 

অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের সাফল্য অনেক। ৩৮ টেস্টের মধ্যে জিতেছেন ২২ টি। তার হাত ধরেই ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি এসেছে ঘরে। অধিনায়কত্বের পাশাপাশি একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও দারুণ করেছেন তিনি। তার নেতৃত্বে ২২ টেস্টে জয় পেয়েছে নিউজিল্যান্ড।  পাশাপাশি তার ৫৭ ব্যাটিং গড়টাও ঈর্ষানীয়। এসময়  ব্যাট থেকে শতরান এসেছে ১১ টি।

আন্তর্জাতিক টি – টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিলেও ওয়ানডেতে নেতৃত্ব দেননি সাউদি। এ পর্যন্ত ২২ টি আন্তর্জাতিক টি – টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার ওয়ানডে নেতৃত্বের দায়িত্বও হাতে নিতে চলেছেন এই অভিজ্ঞ ফাস্ট বোলার। উল্লেখ্য, এর আগে ১৯৫৫ সালে ফাস্ট বোলার হ্যারি কেভকে নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার দীর্ঘদিন পর আবার একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলার অধিনায়কের  দায়িত্ব পেতে চলেছেন।

Exit mobile version