Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৩ এপ্রিল: আইপিএল ২০২২ – ম্যাচ ৩৫ (কেকেআর বনাম জিটি)

IPL 2022 Hihglights KKR vs GT ft

IPL 2022 Hihglights কেকেআর বনাম জিটি

কেকেআর বনাম জিটি এর ম্যাচ হাইলাইটস

শনিবার আইপিএল ২০২২ এর ৩৫তম ম্যাচে নাবি মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ৮ রানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে গুজরাট টাইটানস (জিটি)। ফলে এই নিয়ে টানা ৪র্থ ম্যাচ পরাজয়ের স্বাদ পেল কেকেআর।

টসে জিতে জিটি’র অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং করার সিধান্ত নেন এবং কেকেআর’কে ফিল্ডিং করতে পাঠান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না জিটি’র। দলীয় ৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান শুবমান গিল (৫ বলে ৭)। তবে দ্বিতীয় উইকেটে ঋদ্ধিমান সাহাকে নিয়ে ৫৬ বলে ৭৫ রানের জুটি গড়ে সেই চাপ সামলে নেন হার্দিক।

ঋদ্ধিমান ২৫ বলে ২৫ করে আউট হন। এরপর ডেভিড মিলার এবং পান্ডিয়া মিলে ৩৫ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে মিলার ১৭তম ওভারে সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। পরের ওভারে মারকুটে পান্ডিয়াও ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়, ৪৯ বলে ৬৭ রান করে প্যাভিলিয়নে ফিরেন। আগের ম্যাচে ঝড় তোলা রশিদ খান এবার রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

শেষ ওভারে বোলিং করতে এসে ৫ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচটি কেকেআর এর নিয়ন্ত্রণে নিয়ে আসে আন্দ্রে রাসেল। ওভারের প্রথম বলে তিনি আউট করেন অভিনব মনোহরকে (২)। পরের বলে লকি

ফার্গুসন (০) সাজঘরে ফিরেন। তৃতীয় বলে আলজেরি জোসেফ এক রান নেন। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান রাহুল তেয়াতিয়া। তবে তার পরের বলেই রাসেল তাকে সাজঘরের পথ দেখিয়েছেন। আর শেষ বলে তার ফিরতি ক্যাচ হয়েছেন যশ দয়াল (০)।

শেষদিকে তেয়াতিয়ার ১২ বলে ১৭ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে সমর্থ হয় জিটি। কেকেআর এর হয়ে আর এক পেসার টিম সাউদি ৪ ওভারে ২৪ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন। এছাড়া উমেশ যাদব ও শিবম মাভি ১টি করে উইকেট শিকার করেন।

১৫৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে ৩ ব্যাটার স্যাম বিলিংস (৪), সুনীল নারাইন (৫) আর নীতিশ রানাকে (২) হারিয়ে বিপদে পড়ে যায় কেকেআর। ৩৪ রান তুলতে সাজঘরের পথ ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারও (১৫ বলে ১২ রান)।

মাঝে রিংকু সিং উইকেট আগলে খেললেও ২৮ বলে ৩৫ রানে করে আউট হয়ে যান। ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে কেকেআর। এমন জায়গায় দাঁড়িয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেন অলরাউন্ডার রাসেল। বড় বড় ছক্কায় মাঠ গরম করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে রেখেছিলেন তিনি।

শেষ ওভারে কেকেআর এর জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। জোসেফের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে কাজটা সহজই করে ফেলেছিলেন রাসেল। কিন্তু দ্বিতীয় বলটি পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ফার্গুসনের দারুণ এক ক্যাচ হন ক্যারিবীয় অলরাউন্ডার। ১ চার ও ৬ ছক্কায়, ২৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন রাসেল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ থেমে যায় কেকেআর এর ইনিংস।

জিটি’র পক্ষে রশিদ খান, মোহাম্মদ শামি ও যশ দয়াল সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া জোসেফ এবং ফার্গুসন ১টি করে উইকেট তুলে নেন।

সাত ম্যাচে ছয় জয় ও এক হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে গুজরাট টাইটানস। অপরদিকে, আট ম্যাচে ৩ জয় ও ৫ পরাজয় নিয়ে কলকাতা নাইট রাইডার্স এখন স্ট্যান্ডিংয়ের ৭ম স্থানে অবস্থান করছে।


কেকেআর বনাম জিটি এর স্কোরবোর্ড

গুজরাট টাইটানস – ১৫৬/৯ (২০.০)

কলকাতা নাইট রাইডার্স – ১৪৮/৮ (২০.০)

ফলাফল – গুজরাট টাইটানস ৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রশিদ খান


IPL 2022 Hihglights কেকেআর বনাম জিটি 2


কেকেআর বনাম জিটি এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ আন্দ্রে রাসেল কেকেআর
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ আন্দ্রে রাসেল কেকেআর
লেট’স ক্র্যাক ইট সিক্স আন্দ্রে রাসেল কেকেআর
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ লকি ফার্গুসন জিটি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া জিটি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ মোহাম্মদ শামি জিটি
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া জিটি
ম্যান অফ দ্য ম্যাচ রশিদ খান জিটি

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...