Skip to main content

কলকাতা ছেড়ে দিল্লিতে, সেরা ছন্দে কুলদীপ যাদব

Kuldeep Yadav is an Indian international cricketer.

Kuldeep Yadav is an Indian international cricketer.

কুলদীপ যাদব বলতেই পারেন কোলকাতা ছেড়ে দিল্লি আসা তার জন্য শাপে বর হয়েছে। শাহরুখ খানের দলে বল হাতে যতোটা আলো ছড়িয়েছেন, দিল্লিতে এসে তার চেয়েও যে বেশি আলো ছড়াচ্ছেন এই স্পিনার।   

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কুলদীপ যাদব। বল হাতে দলের জয়ে যেমন অবদান রাখছেন, তেমনি নিজের সক্ষমতার প্রমাণ করে যাচ্ছেন দিনের পর দিন। টুর্নামেন্টে শুরুটাও হয়েছে দারুণভাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ধারালো হয়ে উঠেন কুলদীপ। মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করে দিল্লি ক্যাপিটালসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

এবারের আইপিএল মেগা নিলাম থেকে কুলদীপকে দলে ভেড়ায় দিল্লী। নিজের প্রতি দলের আস্থা এবং প্রত্যাশার প্রতিদানও দিচ্ছেন কুলদীপ। বোলিংটা করছেন বেশ ধারাবাহিক। রান খরচেও খুব মিতব্যয়ী। সংখ্যাটা যা-ই হোক, প্রতি ম্যাচে উইকেটও থাকছে কুলদীপের ঝুলিতে। দীর্ঘদিন পর আইপিএলে কুলদীপময় রূপ দেখা যাচ্ছে এই লেগ স্পিনারের। হয়তো সুযোগের সদ্ব্যবহারটাই করে যাচ্ছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে লম্বা সময় ধরে আইপিএল খেলেছেন কুলদীপ। তবে সেখানে নিজেকে সেভাবে মেলে না ধরতে পারেননি তিনি। কারণ হিসেবে বিভিন্ন সময়ে গুঞ্জন শোনা যায়, পর্যাপ্ত সুযোগটাই নাকি পাননি এই তারকা ক্রিকেটার। এবার কলকাতা ছেড়েই স্বরূপে উড়ছেন কুলদীপ। বল হাতে স্পিন ভেলকিতে কুপোকাত করছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় সেরা বোলার কুলদীপ। দিল্লীর জার্সিতে এখন পর্যন্ত মাত্র ৬ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। ওভারপ্রতি ৭.৮৫ করে রান দিয়েছেন এই স্পিনার। এই আসরে সেরা বোলিংটা করেছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেই। ৩৫ রানে ৪ উইকেট শিকার করে দিল্লীকে যেমন জেতালেন, তেমনি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে তার হাতে।

তবে বেশ স্বস্তিতে নেই তার দল। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে দিল্লী। ৬ ম্যাচ থেকে জয় পেয়েছে মাত্র ৩টি। বাকি তিন ম্যাচ হেরে তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ৬। টুর্নামেন্টে এখনো ১২টি ম্যাচ বাকি আছে তাদের। তবে এখনো আশা শেষ হয়ে যায়নি দিল্লীর। শেষ ম্যাচ গুলোয় ভালো খেলে জয়ের দেখা পেলে শেষ চারে যাওয়ার আশা করতেই পারে দলটি। আর জয়ের জন্য বেশ মরিয়া হয়ে উঠতেই পারেন কুলদীপরা।

আরো আজকের ট্রেন্ডিং

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...