২০ ওভারের ক্রিকেটে একজন ব্যাটসম্যান যখন একাই ২০৫ রান করেন, তা যেকোনো মানদন্ডে অবিশ্বাস্য ব্যাপার। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টি–টোয়েন্টি, যেখানেই হোক ‘ডাবল সেঞ্চুরি‘ করাটা মোটেই চাট্টিখানি বিষয় নয়। সেই অবিশ্বাস্য কাজটাই করে দেখালেন রাকিম কর্নওয়াল। তাও আবার মাত্র ৭৭ বলে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত মোট ৯টি টেস্ট খেলেছেন কর্নওয়াল। এর বাদে ঘরোয়া ক্রিকেটে খেলা হলেও এখন পর্যন্ত সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি দীর্ঘদেহী এই অলরাউন্ডারের। কিন্তু এবার সাদা বলে এমন এক ইনিংস খেললেন, যা ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে।
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ব্যাট হাতে খুনে মেজাজি কর্নওয়ালকে দেখা গেছে। এরপরেই সুযোগ পেয়ে গেলেন যুক্তরাষ্ট্রের টি–টোয়েন্টি টুর্নামেন্ট আটলান্টা ওপেন ২০২২–এ। বুধবার সেখানেও ব্যাটিং তান্ডব চালিয়েছেন তিনি। এদিন আটলান্টা ফায়ার্সের হয়ে স্কয়ার ড্রাইভের বিপক্ষে ২০৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন কর্নওয়াল।
এরপরেই হইচই পড়ে যায় ক্রিকেট বিশ্বে। দীর্ঘ দেহী এই ক্রিকেটার কিভাবে এই মারকুটে ইনিংস খেললেন এটা নিয়ে চলছে আলোচনা। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার মিম ও বানিয়েছেন।নেটিজেনদের অনেকেই মজা করে বলছেন ” ডাবল সেঞ্চুরি করতে হলে দীর্ঘ দেহী হও।
কর্নওয়ালের ৭৭ বলের সেই ইনিংসটি সাজিয়েছেন ১৭টি চার এবং ২২টি ছক্কা দিয়ে।এই ক্রিকেটার বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত তার দীর্ঘ দেহের কারনে। ফিটনেসকে তোয়াক্কা না করেই খেলে যাচ্ছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।