দুঃসংবাদ যেন পিছু ছাড়ছেই না ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের। এবার করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। খবরটি নিশ্চিৎ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি। শনিবার ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথাও ছিল তার।
তবে বিসিসিআইয়ের অ্যালেক্স কাউন্সিলের বৈঠক শেষে রাহুলের করোনা আক্রান্তের খবরটি জানান সৌরভ। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় চোটে পড়ে চিকিৎসার জন্য জার্মানি যেতে হয় তাকে। সেখান থেকে ফিরে বেঙ্গালুরু ক্রিকেট একাডেমীতে সুস্থ হওয়ার মিশনে নামেন রাহুল। সেখানে করোনা পরীক্ষায় পজিটিভ হন তিনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ শুরু হতে বাকি মাত্র সপ্তাহ খানেক সময়। ২৯ জুলাই থেকে মাঠে গড়াবে দুদলের মধ্যকার টি–টোয়েন্টি সিরিজ। তবে দলের সঙ্গে শনিবার ক্যারিবিয় দীপপুঞ্জে উড়াল দেওয়ার কথা থাকলেও করোনা পজিটিভ হওয়ায়, সঠিক সময়ে যাওয়া হচ্ছে না রাহুলের। কবে নাগাদ যাবেন, সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আর মাঠে দেখা যায়নি রাহুলকে। এরমধ্যে বেশকিছু সিরিজও খেলে ফেলেছে ভারত। চোট সারিয়ে দলে ফেরার জন্য তৈরি হওয়ার মিশনে থাকা রাহুলকে দেখা গেছে ঝুলন গোস্বামীর বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করতে। তবে এখন করোনা পজিটিভ হওয়ায়, তার মাঠে ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হতে পারে।