দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে পড়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার (১০ জুন) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে পরীক্ষা করা হয় তাকে। রিপোর্টে দেখা যায় উইলিয়ামসন পজিটিভ। ফলে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে তাকে।
উইলিয়ামসন পজিটিভ হলেও বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ছিটকে যাওয়া উইলিয়ামসনের জন্য খুবই দুঃখজনক। ও (উইলিয়ামসন) হতাশ। আমরা উইলিয়ামসনের পাশে আছি।
বৃহস্পতিবার সামান্য কিছু উপসর্গ লক্ষ্য করায় অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় উইলিয়ামসনকে। একইসঙ্গে দলের বাকিদেরও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় সবাই উত্তীর্ণ হতে পারলেও আটকে গেলেন উইলিয়ামসন। করোনা পজিটিভ হয়ে পড়েছেন তিনি।
এর আগে মে মাসে ব্রাইটনের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের আগমুহূর্তে করোনা আক্রান্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস, ব্লেয়ার টিকার এবং বোলিং কোচ শেন জার্গেনসেন। সেই সময় তাদের প্রত্যেককেই পাঁচ দিন করে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।
উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। এদিকে বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ ওপেনার হামিস রাদারফোর্ড। তিনি ইংল্যান্ডে ঘরোয়া টি–টোয়েন্টি লিগে খেলছিলেন। তিন টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যেই ১ – ০ তে পিছিয়ে পড়েছে কিউইরা। দ্বিতীয় ম্যাচে হারলে সিরিজ খোয়াবে তারা।