Skip to main content

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

গত ১৯ ফেব্রুয়ারির ম্যাচের আগে টানা তিন হারের মুখ দেখেছে করাচি কিংস। আর এমন টানা হারের মুখ দেখতে দেখতে সমালোচনারও শিকার হয়েছে দলটি। কিন্তু কেন বার বার ব্যর্থ দচ্ছে ইমাদ ওয়াসিমের করাচি কিংস? উত্তর দিলেন পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা। রমিজ রাজা করাচির ব্যর্থতার দায় দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে। 

বর্তমানে  পিএসএলের অষ্টম আসরে করাচি কিংসের সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। করাচির বোলিং মেন্টর হিসেবেও আছেন তিনি। তবে তার মত একজন কিংবদন্তি দলের সাথে থাকলেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেনা দল। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি।  আর করাচির এই ব্যর্থতার দায় গিয়ে পড়ল করাচির সভাপতির ওপর। ওয়াসিম আকরামকেই দুষছেন রমিজ রাজা। 

সম্প্রতি স্থানীয় একটি টিভি চ্যানেলে করাচি কিংসের কিছু জায়গা নিয়ে সমালোচনা করেন রমিজ যে জায়গাগুলোতে পরিবর্তন না আনার কারনেই করাচি কিংসের কাছে জয় অধরা থেকে যাচ্ছে বলে মনে করেন রমিজ , ” করাচি কিংস দীর্ঘদিন জয়ের দেখা পাচ্ছে না। বার বার ব্যর্থ হচ্ছে তারা। তাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং পরামর্শদাতা পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন ধরে তারা একই ব্যবস্থাপনার সঙ্গে আছে। এসব জায়গায় পরিবর্তন না হওয়ার কারণেই বার বার ব্যর্থ হচ্ছে তারা। ভালো করার জন্য তাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার।

এদিকে এত আলোচনাসমালোচনাকে পেছনে ফেলে গত ১৯ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেই জ্বলে ওঠে ইমাদ ওয়াসিমের করাচি কিংস। ৬৭ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি। অথচ এর আগেই পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল দলটি। ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন দলটির অধিনায়ক ইমাদ ওয়াসিম। যার ফলও পেয়েছেন হাতে হাতে, ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। তবু দলটিকে ঘিরে সমালোচনা যেন যাচ্ছেইনা। 

উল্লেখ্য, করাচি কিংসকে নিয়ে সমালোচনার কারণ হলো পিএসএলের গত আসর থেকেই হারের মুখ দেখতে শুরু করে দলটি। সপ্তম আসরটিতে ১০ ম্যাচ খেলে মাত্র ম্যাচে জয়ের স্বাদ পায় তারা। যেকারণে পয়েন্ট টেবিলেরও একদম তলানিতে জায়গা হয় তাদের। ব্যর্থতার সেই ধারাবাহিকতা শুরু হয়েছে এই আসরেও। প্রথম তিন ম্যাচ টানা হার দিয়েই শুরু করেছিল তারা। ছিল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। তবে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচের পরই শীর্ষ দুইয়ে উঠে আসে দলটি। তবে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে মুলতান সুলতান্স। রমিজ রাজা ওয়াসিম আকরামের সমালোচনা করলেও এই প্রসঙ্গে মুখ খোলেননি আকরাম।

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...