Skip to main content

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

করাচির ব্যর্থ্যতার দায় ওয়াসিম আকরামকে দিলেন রমিজ রাজা 

গত ১৯ ফেব্রুয়ারির ম্যাচের আগে টানা তিন হারের মুখ দেখেছে করাচি কিংস। আর এমন টানা হারের মুখ দেখতে দেখতে সমালোচনারও শিকার হয়েছে দলটি। কিন্তু কেন বার বার ব্যর্থ দচ্ছে ইমাদ ওয়াসিমের করাচি কিংস? উত্তর দিলেন পাকিস্তানের সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা। রমিজ রাজা করাচির ব্যর্থতার দায় দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে। 

বর্তমানে  পিএসএলের অষ্টম আসরে করাচি কিংসের সভাপতির দায়িত্বে আছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। করাচির বোলিং মেন্টর হিসেবেও আছেন তিনি। তবে তার মত একজন কিংবদন্তি দলের সাথে থাকলেও প্রত্যাশিত সাফল্য পাচ্ছেনা দল। হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দলটি।  আর করাচির এই ব্যর্থতার দায় গিয়ে পড়ল করাচির সভাপতির ওপর। ওয়াসিম আকরামকেই দুষছেন রমিজ রাজা। 

সম্প্রতি স্থানীয় একটি টিভি চ্যানেলে করাচি কিংসের কিছু জায়গা নিয়ে সমালোচনা করেন রমিজ যে জায়গাগুলোতে পরিবর্তন না আনার কারনেই করাচি কিংসের কাছে জয় অধরা থেকে যাচ্ছে বলে মনে করেন রমিজ , ” করাচি কিংস দীর্ঘদিন জয়ের দেখা পাচ্ছে না। বার বার ব্যর্থ হচ্ছে তারা। তাদের থিঙ্ক ট্যাঙ্ক এবং পরামর্শদাতা পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন ধরে তারা একই ব্যবস্থাপনার সঙ্গে আছে। এসব জায়গায় পরিবর্তন না হওয়ার কারণেই বার বার ব্যর্থ হচ্ছে তারা। ভালো করার জন্য তাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার।

এদিকে এত আলোচনাসমালোচনাকে পেছনে ফেলে গত ১৯ ফেব্রুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নেমেই জ্বলে ওঠে ইমাদ ওয়াসিমের করাচি কিংস। ৬৭ রানের বড় ব্যবধানে জিতে পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি। অথচ এর আগেই পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল দলটি। ম্যাচটিতে দুর্দান্ত খেলেছেন দলটির অধিনায়ক ইমাদ ওয়াসিম। যার ফলও পেয়েছেন হাতে হাতে, ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। তবু দলটিকে ঘিরে সমালোচনা যেন যাচ্ছেইনা। 

উল্লেখ্য, করাচি কিংসকে নিয়ে সমালোচনার কারণ হলো পিএসএলের গত আসর থেকেই হারের মুখ দেখতে শুরু করে দলটি। সপ্তম আসরটিতে ১০ ম্যাচ খেলে মাত্র ম্যাচে জয়ের স্বাদ পায় তারা। যেকারণে পয়েন্ট টেবিলেরও একদম তলানিতে জায়গা হয় তাদের। ব্যর্থতার সেই ধারাবাহিকতা শুরু হয়েছে এই আসরেও। প্রথম তিন ম্যাচ টানা হার দিয়েই শুরু করেছিল তারা। ছিল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। তবে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচের পরই শীর্ষ দুইয়ে উঠে আসে দলটি। তবে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে মুলতান সুলতান্স। রমিজ রাজা ওয়াসিম আকরামের সমালোচনা করলেও এই প্রসঙ্গে মুখ খোলেননি আকরাম।

আরো আজকের ট্রেন্ডিং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...