কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরেছে ভারতীয় নারী ক্রিকেট দল। ফলে নারী ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণ হলো না ভারতীয়দের। বার্মিংহামে ভারতকে হারিয়ে স্বর্ণ জয়ের উৎসবে মেতেছে অস্ট্রেলিয়ান নারীরা। আর ভারতীয়দের সন্তুষ্ট থাকতে হচ্ছে রৌপ্য পদক নিয়েই।
এদিকে তৃতীয় স্থানে তাম্র পদক জিতেছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসের ফাইনালে আগে ব্যাট করে ১৬২ রানের লক্ষ্য ছুড়ে দেয় অজি নারী ক্রিকেট টিম। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারতীয় নারী ক্রিকেট টিম।
অজিদের বোলিং তোপে মাত্র ৩৪ রান করতেই ৮ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে শেষদিকে হারমানপ্রিতদের ব্যাটে কিছুটা সম্ভাবনা জাগালেও, শেষ হাসিটা হাসতে পারেনি তারা। প্রাণপণ চেষ্টার পরেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি তিনি। ফলে ৯ রানের পরাজয়ে গলায় স্বর্ণ পদক তুলতে পারেনি ভারতীয়রা।
এর আগে অস্ট্রেলিয়াকে জয়ের ভীত গড়ে দিতে ৬১ রানের ইনিংস খেলেছেন বেথ মুনি। এছাড়া মেগ ল্যানিং, অ্যাশলে গার্ডনার, রাসেল হেইন্সদের ব্যাটে ভর করে জয়ের পুঁজি পেয়ে যায় অজিরা। এরপর বোলিংয়ে গিয়ে ভারতের কফিনে শেষ পেরেকটা টুকে দেয় বোলাররা। আক্রমণাত্মক অজিদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয়রা।