চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর থেকেই মাঠের বাইরে আছেন লোকেশ রাহুল। সেই চোট সমস্যা কাটিয়ে উঠলেও সুস্থতার মুখ দেখছেন না তিনি। করোনায় আক্রান্ত হয়েছেন এই ভারতীয় ওপেনার। তার বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন সানজু স্যামসন।
আইপিএলের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগমুহূর্তে চোটে পড়েন রাহুল। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জার্মানিতে। সেখান থেকে ফিরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমীতে প্রস্তুত হচ্ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে করোনা পজিটিভ হলে, আর যাওয়া হয়নি তার।
কিন্তু এখন করোনা থেকে সেরে উঠেছেন রাহুল। তবে এখনই তাকে মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মাত্র মাস তিনেক পরে বিশ্বকাপ ভাবনা মাথায় রেখেই দলের অন্যতম সেরা তারকাকে বিশ্রামে রেখেছে ভারত। এদিকে তার বদলি হিসেবে খেলা স্যামসনের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা কম।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি ম্যাচই হতে পারে স্যামসনের জন্য পরীক্ষা। সেই পরীক্ষা শুধু পাশ করলেই নয়, বরং ভালো মার্ক তুলতে পারলেই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখতে পারবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে এই সিরিজ থেকে বিশ্রামে আছেন দলের আরেক তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও।