BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৩ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (২য় টি২০)

WI vs BAN 2nd T20I Highlights - ft

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ 2nd T20I Highlights

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর ম্যাচ হাইলাইটস

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ডমিনিকার উইন্ডসর পার্কে রোভম্যান পাওয়েলের ঝড়ো ইনিংসের সৌজন্যে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানের এক অসাধারণ জয় তুলে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে এই ম্যাচে জয়ী ৩য় ম্যাচের টি২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

টসে জিতে ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান ব্যাটিং করার সিধান্ত নেন এবং বাংলাদেশকে ফিল্ডিং করতে পাঠান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। পেসার তাসকিন আহমেদের প্রথম ওভারেই ১৪ রান তুলে নেয় তারা। কাইল মায়ার্স হাঁকান একটি চার ও ছক্কা।

দ্বিতীয় ওভারেও চড়াও হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। মেহেদি হাসানের প্রথম বলেই হাঁকান চার। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান মেহেদি। পরের তিন বলে এক রানও দেননি তিনি। পঞ্চম বলে তো অফস্পিন ভেল্কিতে বোল্ডই করে দেন ভয়ংকর মায়ার্সকে। হাঁটু গেড়ে স্লগ সুইপ খেলতে গিয়ে মিডল স্টাম্প হারান ৯ বলে ১৭ রান করা মায়ার্স।

এক ওভার পর শামারাহ ব্রুকসকে (০) সাজঘরে ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৬ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। সেখান থেকে ব্রেন্ডন কিং এবং নিকোলাস পুরানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের সৌজন্যে পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলে নেয় তারা। তৃতীয় উইকেটে এই যুগল ক্যারিবীয়দের বড় পুঁজির ভিত গড়ে দেন।

অবশেষে বল হাতে নিয়েই ১৩তম ওভারে ৫৫ বলে ৭৪ রানের এই জুটিটি ভাঙেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের ঘূর্ণিতে রিভার্স সুইপ করতে গিয়ে বল প্যাডে লেগে যায় পুরানের। আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক। যদিও তাতে কাজ হয়নি। ফলে ৩০ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

৩৬ বলে ফিফটি তুলে নেন কিং। এরপর ঝড় তোলেন রোভম্যান পাওয়েল। ১৬তম ওভারে সাকিবকে তিন ছক্কা ও এক চারে ৫ বলেই ২৩ রান তুলে নেন এই হার্ডহিটিং ব্যাটার। পরের ওভারে তাসকিনকেও দুই ছক্কা ও এক বাউন্ডারি হাঁকান বিধ্বংসী পাওয়েল। সেই ওভারে আসে ২১ রান। টানা দুই ওভারে ৪৪ রান নিয়ে বড় স্কোরের পথে এগিয়ে যায় ক্যারিবীয়রা।

শরিফুল ইসলাম ১৮তম ওভারের প্রথম বলে হাফসেঞ্চুরিয়ান ব্রেন্ডন কিং’কে (৪৩ বলে ৫৭) বাউন্ডারিতে সাকিবের ক্যাচ বানান। পরের বলেই ২০ বলে ফিফটি পূরণ করেন পাওয়েল। সেই ওভারে মাত্র ৩ রান দেন শরিফুল।

তবে পাওয়েলের তাণ্ডব চলেছে ইনিংসের শেষ বল পর্যন্ত। ১৯তম ওভারে মোস্তাফিজ দেন ১০ রান। ২০ তম ওভারেও শরিফুলকে দুটি ছক্কা হাঁকান পাওয়েল। শেষ পর্যন্ত তাঁর ২ চার ও ৬ ছক্কায়, ২৮ বলে ৬১ রানের হার না মানা ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম সর্বাধিক ২টি উইকেট তুলে নেন। এছাড়া মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান ও সাকিব আল হাসান ১টি করে উইকেট শিকার করেন।

১৯৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। মুনিম শাহরিয়ারের বদলে ওপেনিংয়ে নামা লিটন দাস এই ম্যাচেও ব্যর্থতার শিকল ভেদ করতে পারেননি। ৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের বলেই বোল্ড হন এনামুল হকও (৪ বলে ৩)। ৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহর ব্যাটে ছিল আশার ঝলক।

ওডিন স্মিথকে টানা দুই বলে একটি করে চার ও ছক্কা মেরেছিলেন টাইগার দলপতি। কিন্তু ওই ওভারেই থামতে হয় তাকে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে মিডঅফে ক্যাচ দিয়ে বসেন মাহমুদউল্লাহ (৭ বলে ১১)। সাকিব এবং আফিফ হোসেন এরপর হাল ধরেন দলের। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তুলে নেয় টাইগাররা।

আফিফ খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। অবশেষে ১১তম ওভারে তাকে তুলে নেন রোমারিও শেফার্ড। ২৭ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৪ রান করে আফিফ স্কুপ করতে গিয়ে ধরা পড়েন উইকেটরক্ষকের গ্লাভসে। ভাঙে ৪৪ বলে ৫৫ রানের জুটি।

এরপরই বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। রানের চাহিদা মেটাতে পারেননি সাকিব কিংবা নুরুল হাসান। তাদের ধীরগতির জুটিতে ২৫ বলে আসে ১৯ রান। নুরুল ১৩ বলে ৭ করে আকিল হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

সাকিব অনেকটা সময় টিকে থাকলেও বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। শেষদিকে সাকিব ঝড় তোলেন ব্যাটে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দুই হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেন। ৫ চার ও ৩ ছক্কায়, ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড এবং ওবেদ ম্যাককয় সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া আকিল হোসেন এবং ওডিন স্মিথ ১টি করে উইকেট তুলে নেন। আগামী ৭ জুলাই এই দুই দল ৩য় ও সিরিজ নির্ধারণী ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

বাংলাদেশ – ১৯৩/৫ (২০.০)

ওয়েস্ট ইন্ডিজ – ১৫৮/৬ (২০.০) 

ফলাফল – ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রোভম্যান পাওয়েল



ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেট রক্ষক), কাইল মায়ার্স, শামারহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, ব্র্যান্ডন কিং, ওডিন স্মিথ, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, হেইডেন ওয়ালশ এবং ওবেদ ম্যাককয়।
বাংলাদেশ মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
Exit mobile version