ওয়ানডে ক্রিকেট থেকে অ্যারন ফিঞ্চের অবসর নেওয়ার পর অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সৃষ্টি হয়েছে ধোয়াশার। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার শৃঙ্খলাবিধি সংশোধনের কথাও বলা হয়েছে। আর এর মধ্যেই ওয়ার্নারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে চাইলেন তারই সতীর্থ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
গত মাসে ৫০ ওভারের ক্রিকেট অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর অনেকেই প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন। তখন প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এদিকে বোর্ড থেকে ওয়ার্নারকে অধিনায়ক করার কথা ভাবা হচ্ছে। এ সময় ওয়ার্নারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কামিন্স।
এ প্রসঙ্গে কামিন্স বলেন, “ওয়ার্নারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে আমার কোনও আপত্তি নেই। প্রতিটা ম্যাচে খেলা কারও পক্ষেই সম্ভব নয়। তাই কারওর সাহায্য পেলে ভালোই লাগবে। দলে প্রত্যেকের দর্শন একই রকম। আমাদের দলে অনেক নেতা রয়েছে। “
বল টেম্পারিং কান্ডে জড়িত থাকার কারনে নিষেধাজ্ঞা জারি হয় ওয়ার্নারের উপর। আর এই বাধার কারণে দলের নেতৃত্ব দিতে পারছেন না তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বৈঠকে শৃঙ্খলাবিধি সংশোধনের কথাও জানিয়েছে। সংশোধনের পর ওয়ার্নারের নেতৃত্ব দানে আর বাধা থাকবে না বলেও মনে করেন কামিন্স , “এখনও কিছু বাধা রয়েছে। কিন্তু নির্বাসন উঠে গেলে কেউ ওয়ার্নারকে নেতৃ্ত্বদানে বাধা দিতে আপত্তি করবে বলে মনে হয় না। ওয়ার্নারের অধিনায়কত্ব খুবই আকর্ষণীয়।”
তবে দুজনকে একসঙ্গে দায়িত্ব দেওয়া বা না দেওয়া নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর। বোর্ড রাজি হলে তবেই সতীর্থ ওয়ার্নারের সঙ্গে দায়িত্ব ভাগ করতে পারবেন অস্ট্রেলিয়ার এই টেস্ট অধিনায়ক। বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেদিকে এখন ক্রিকেট প্রেমিদের দৃষ্টি। আপাতত ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যস্ত ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।