জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝপথে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন পেসার এবাদত হোসেন এবং ব্যাটসম্যান নাঈম শেখ। দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ের উদ্দ্যেশ্যে ঢাকা ছেড়েছেন এই দুই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একের পর এক ক্রিকেটাররা চোটে পড়ছেন, আর তাতেই ছন্নছাড়া হয়ে পড়েছে বাংলাদেশ দল। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ইতোমধ্যেই ছিটকে গেছেন ওপেনার লিটন কুমার দাস। তার পরিবর্তে দলে ঢুকলেন নাঈম। অপরদিকে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের চোটের কারণে এবাদতকে ডাকা হয়েছে ওয়ানডে দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের দিন চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ইনফর্ম লিটন । ৮১ রান নিয়ে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্ট্র্যাচারে করে মাঠ ছাড়েন তিনি। স্ক্যান করার পর জানা যায়, সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে লিটনের।
এর আগে চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময় আঙুলে চোট পান সোহান। সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ জয় পেলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটা জিতে নেয় জিম্বাবুয়ে।