টেস্টের আভিজাত্য এবং টি–টোয়েন্টির ধামাকায় জৌলুস হারাতে বসেছে ওয়ানডে ক্রিকেট। একে একে বিষয়টি উপলব্ধি করছেন ক্রিকেটের সাবেক এবং বর্তমান তারকারাও। এবার অস্ট্রেলিয়ার তারকা ওপেনার উসমান খাজা মনে করছেন, ধীরে ধীরে মরে যাচ্ছে পঞ্চাশ ওভারের এই ফরম্যাট।
এমনকি সম্প্রতি ওয়ানডে থেকে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের অবসর নেওয়াতেও অবাক হননি খাজা। ৩১ বছর বয়সী স্টোকস অবসরের কারণ হিসেবে জানান, একইসাথে তিন ফরম্যাটে খেলার ক্লান্তির কারণে ওয়ানডেকে বিদায় জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষের উপর ক্ষোভও ঝাড়েন তিনি।
বাস্তবিক চিন্তা করেই ওয়ানডে ছেড়ে স্টোকস বলেন, ‘আমরা খেলোয়াড়রা মোটরগাড়ি নই যে, তেল ভরে দিলেই চলব। অস্ট্রেলিয়ান ওপেনারও হয়ত স্টোকসের পথেই হাঁটছেন। ২০১৯ সালের পর অস্ট্রেলিয়ার জার্সিতে আর সীমিত ওভারের ক্রিকেট খেলেননি খাজা।
তবে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলোতে খাজার উপস্থিতি লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে খাজা বলেন, ‘আমার একান্ত নিজস্ব মতামত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়া। আবার আছে টি–টোয়েন্টি ক্রিকেট। যেগুলোর অনেক লিগ রয়েছে। সবাই এটি পছন্দ করে।‘
ওয়ানডে নিয়ে খাজা আরো বলেন, ‘ টেস্ট, টি টোয়েন্টির পর আসে ওয়ানডে ক্রিকেট। আমার মতে, এটি এখন তিন নম্বরে রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। হ্যাঁ এখনো ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যা সত্যিই উপভোগ্য। তবে এর বাইরে আমি তেমন আগ্রহ পাই না।‘