আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে এখন দুই বাংলাদেশি। প্রথমবারের মত এই র্যাংকিংয়ে শীর্ষ তিনে উঠে এলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেই সঙ্গে টপকে গেলেন রশিদ খানকে। ২৮৪ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছেন তিনি। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার যেন পেলেন মিরাজ। এর আগে র্যাংকিংয়ে এত বড় লাফ দেননি তিনি।
চলতি সপ্তাহের ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৩৮৯ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছেন তিনি। দ্বিতীয় স্থানে ৩১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় শীর্ষে আফগানিস্তানের মোহাম্মদ নবি। তবে প্রথম বারের মতো শীর্ষ তিনে স্থান পেলেন মিরাজ। গত সপ্তাহেও তিনি ছিলেন ছয়ে।
সদ্য শেষ হওয়া ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সিরিজ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। নিজেদের প্রথম দুই ম্যাচে তার পারফরম্যান্সে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে সেঞ্চুরিসহ ১৪১ রান করেন মিরাজ। সিরিজ জয়ের পর সিরিজ সেরার পুরস্কারও পান এই অলরাউন্ডার। এই পারফরম্যান্স এর সূত্র ধরেই র্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন মিরাজ।
সিরিজ জুড়ে ভালো পারফর্ম করেন সাকিবও। তিন ম্যাচে তার শিকার ৯ উইকেট। অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথম স্থানে তো রয়েছেনই, বোলিং র্যাংকিংয়েই উন্নতি হয়েছে তার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার শিকার ছিল ৫ উইকেট। এর প্রেক্ষিতেই ৯ নম্বর থেকে উঠে এখন ৮ নম্বরে তিনি। আইসিসির এই ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও এক পেসার মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ৪.৭৪ নিয়ে তিনি আছেন নয় নম্বরে।
তবে আইসিসি র্যাংকিংয়ে বড় চমক দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মারনাস লাবুশেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে শীর্ষে অবস্থান করছেন এই তারকা। ৯৬১ পয়েন্ট নিয়ে সর্বকালের সেরাদের র্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্রাডম্যান। ব্রাডম্যানের চেয়ে ২৪ পয়েন্ট কম নিয়ে সর্বকালের সেরাদের র্যাংকিংয়ে ১২ নম্বরে আছেন ২৮ বছর বয়সী লাবুশেন। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।