পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাতিজা ইমাম উল হক। তিনিও বর্তমানে পাকিস্তান জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ধারাবাহিক পারফর্মও করে যাচ্ছেন। তবে ক্যারিয়ারের শুরুতে চাচার জোরে খেলছেন বলে, নানান বিদ্রূপ শুনতে হয় তাকে। সময়ের সাথে সাথে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিয়েছেন ইমাম।
এবার করে বসলেন অনন্য এক কীর্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস। যার পুরস্কার হিসেবে সিরিজ সেরা হয়েছেন ইমাম। শুধু তাই নয়, টানা সাত ওয়ানডেতে ফিফটি করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি। যে কীর্তি রয়েছে ইমামের আগে কেবল একজনেরই।
সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। যিনি প্রথম ম্যাচে সেঞ্চুরি পেলেই দ্বিতীয় বারের মতো ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির মালিক হবেন। সেই কাজটা করেই ফেললেন বাবর। এরপর দ্বিতীয় ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলে, ওয়ানডেতে টানা ছয় ইনিংসে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার রেকর্ড গড়েন বাবর।
সেদিন বাবরের সঙ্গে ষষ্ট ফিফটি হাঁকিয়েছেন ইমামও। কিন্তু ইমামের ঝলক ঢাকা পড়ে যায় বাবরের আলোর নিচে। কিন্তু সেটা বেশি সময়ের জন্য নয়। পরের ম্যাচেই আপন আলোয় জ্বলে উঠলেন ইমাম। ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছাড়িয়ে গেছেন বাবরকে। সর্বশেষ সাত ওয়ানডেতে ইমামের রান- ৬২, ৫৬, ১০৩, ১০৬, ৮৯, ৬৫ ও ৭২।
বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন ইমাম। ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ডটি এখনো তারই স্বদেশী জাভেদ মিয়াঁদাদের দখলে। পাকিস্তানের সাবেক এই তারকা ব্যাটসম্যান ১৯৮৭ সালে টানা নয় ইনিংসে ফিফটি করেছেন। এছাড়া ছয়টি করে ফিফটি করেছেন আরো দশ ব্যাটসম্যান।