ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড (ম্যাচ ৩) – হাইলাইটস
একের পর এক অঘটনের সাক্ষী হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নামিবিয়া। এবার দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। ক্যারিবীয়দের বিপক্ষে এটিই প্রথম জয় স্কটিশদের।
ম্যাচের মাঝপথে হানা দিয়েছিল বৃষ্টি। তার আগে শুরুটা বেশ দুর্দান্তই করেছিল স্কটল্যান্ড। পাওয়ার প্লেতে ফিফটিও পার করে ফেলেছিলেন দুই ওপেনার। কিন্তু বৃষ্টির পর ফিরে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। তারপরও জর্জ মানসির অপরাজিত ফিফটিতে চড়ে উইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্কটল্যান্ড।
জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই ছন্দে থাকা কাইল মেয়ার্সকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। জশ ডেভির বলে মানসির হাতে ক্যাচ দিয়ে মেয়ার্স যখন ফেরেন, ওয়েস্ট ইন্ডিজের রান ২০। ১৩ বল খেলে সবকটি রানই করেছেন মেয়ার্স।
মেয়ার্স চলে যাওয়ার পরও রান তোলার গতি ঠিক রাখার চেষ্টা করেন এভিন লুইস ও ব্র্যান্ডন কিং। দুজনের ২৩ রানের জুটি ভাঙে ৫.৫ ওভারে লুইস আউট হয়ে ফিরলে। ১৩ বলে ১৪ রান করে ব্র্যাড হুইলের বলে লুইস যখন আউট হয়ে ফেরেন, ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৫৪।
লুইসের আউটের পরই যেন ক্যারিবীয়দের উইকেটের বাধ ভেঙে যায়। ২১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ২ উইকেটে ৫৮ রান থেকে ৮ উইকেটে ৭৯ রান হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ড। এরপর অবশ্য ওডিন স্মিথকে নিয়ে প্রতিরোধ গড়েন জেসন হোল্ডার।
কিন্তু স্মিথ সাজঘরে ফিরে গেলে তাদের ২৩ রানের জুটি ভাঙে। এরপর হোল্ডার ও ওবেদ ম্যাকয়ের জুটি শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। ১৮.৩ ওভারে তারা অলআউট হয়েছে ১১৮ রান করে।
ম্যাচে স্কটল্যান্ডের সেরা বোলার ছিলেন মার্ক ওয়াট। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তিনি সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। মাইকেল লিস্ক ও ব্র্যাড হুইল দুটি করে উইকেট তুলে নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন জশ ডেভি ও সাফিয়ান শরীফ।
এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মানসি ও মাইকেল জোন্স দুর্দান্ত সূচনা এনে দেন। হোবার্টের বেলেরিভ ওভালে ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান তোলে তারা। এরপর হানা দেয় বৃষ্টি।
অল্প সময়ের মধ্যে বৃষ্টি থেমে খেলা আবার মাঠে গড়ালে যেন ছন্দে একটু ভাটা পড়ে স্কটিশ দুই ব্যাটসম্যানের। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তুলতে পেরেছে ৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ বোলার হোল্ডার প্রথম বল হাতে পান সপ্তম ওভারে। নিজের দ্বিতীয় বলেই মাইকেল জোন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান ক্যারিবীয় এই পেসার। তাঁর বিদায়ের আগে জোন্স তিন বাউন্ডারিতে ১৭ বলে ২০ রান করেন।
এরপর হোল্ডারের পরের ওভারে ফেরেন ম্যাথিউ ক্রসও (৩)। অধিনায়ক রিচি বেরিংটন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনিও ১ ছক্কায়, ১৪ বলে ১৬ রান করে আউট হয়ে যান। ক্যালাম ম্যাকলিওড ১৪ বলে ২৩, মাইকেল লিস্ক ৪ ও ক্রিস গ্রিভসের ১১ বলে অপরাজিত ১৬ রানের সঙ্গে জর্জ মানসি’র ক্যারিয়ারের অষ্টম ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে স্কটল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া ওডিন স্মিথ ১টি উইকেট শিকার করেন।
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড এর স্কোরবোর্ড
স্কটল্যান্ড – ১৬০/৫ (২০.০)
ওয়েস্ট ইন্ডিজ – ১১৮/১০ (১৮.৩)
ফলাফল – স্কটল্যান্ড ৪২ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – জর্জ মানসি
ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের একাদশ
ওয়েস্ট ইন্ডিজ | নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেট রক্ষক), কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, শামরাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, ওডিন স্মিথ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওবেদ ম্যাককয় এবং আলজারি জোসেফ। |
স্কটল্যান্ড | রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস (উইকেট রক্ষক), জর্জ মানসি, ক্রিস গ্রিভস, মাইকেল জোন্স, ক্যালাম ম্যাকলিওড, মার্ক ওয়াট, মাইকেল লিস্ক, জশ ডেভি, ব্র্যাড হুইল এবং সাফিয়ান শরিফ। |