বাংলাদেশের নতুন কোন সিরিজ মানেই আলোচনায় সাকিব আল হাসান। প্রত্যেক সিরিজের পূর্বেই সাকিবের খেলা কিংবা না খেলা নিয়ে শুরু হয় গুঞ্জন। আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবিয়ান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রিকেট পাড়ায় গুঞ্জন বইছে, এই সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে খেললেও ওয়ানডেতে খেলবেন না সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি রসিকতার সাথেই ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বেশ চটেই যান তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আছেন কি না জানতে চাইলে তিনি অনেকটা ক্ষোভের সাথে সাংবাদিকদের বলেন ” সাকিব খেলবেনা এটা আপনারা কোথায় পেয়েছেন জানি না। সাকিব বলেছে – আমি এভেইলেবল।
ঢাকা টেস্টে স্পিনার সংকটে ভুগে এবার ৩২ জন স্পিনার নিয়ে ক্যাম্প করছেন বিসিবির স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। পাশাপাশি দেশের স্থানীর পর্যায়ের কোচদের নিয়ে কাজ করছেন বিসিবির ব্যাটিং কোচ জেমি সিডন্স।
এই ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘এটা আগেই পরিকল্পনা ছিল। হেরাথ ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছে না তার একটা ব্যক্তিগত কাজের জন্য। ওকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে থাকতে হবে। ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে। ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছে না বলে বলেছে আমি এখানে কিছু দিন সময় দিব। এই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পিন ক্যাম্পের ব্যবস্থা করা। সেটা তাকে দিয়েই করেছি। সিডন্সও অ্যাভেইলেবল ছিল। ও এখান থেকে সরাসরি ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে। আগেই পরিকল্পনা ছিল তাদের দিয়ে কাজ করানোর জন্য।’