কয়েকদিন আগেও একটি নো বল নিয়ে লঙ্কাকাণ্ড পেকেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। রাজস্থান রয়েলস এবং দিল্লী ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ওবেদ ম্যাকয়ের করা একটি ডেলিভারি দিল্লীর ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলের কোমরের উপরে গেলে, শুরু হয় বিতর্ক। সেই বাকবিতণ্ডার কারণে জরিমানা গুনতে হয়েছে দিল্লীর অধিনায়ক ঋষভ পন্থ এবং আরো কয়েকজন ক্রিকেটারকে।
এবার বিতর্ক সৃষ্টি হয়েছে ওয়াইড বল নিয়ে। তবে প্রতিদিন এমন বিতর্ক এড়াতে ওয়াইড, নো বলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতির ব্যবহার করতে বললেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি। সোমবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়েলসের বিপক্ষে ম্যাচে ঘটেছে সেই ওয়াইড বিতর্ক।
ম্যাচের ১৯ তম ওভারে তিনটি ওয়াইড বল করেন রাজস্থানের বোলার প্রসিধ কৃষ্ণ। যার একটিতে ডানহাতি এই পেসার বল ছাড়ার আগেই শাফল করেছেন কলকাতার ব্যাটসম্যান রিংকু সিং। কিন্তু তারপরও বলটি ওয়াইড ডাকেন আম্পায়ার নিতিন পন্ডিত। আম্পায়ারের এমন সিদ্ধান্তে রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন রিভিউ নিলেও কাজের কাজ হয়নি। এর আগে নো বল বিতর্কে পাওয়েল এবং কুলদীপ যাদবকে মাঠ ছেড়ে আসতে বলেছিলেন দিল্লীর অধিনায়ক ঋষভ পন্ত।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারদের এমন ভুল এড়াতে এবং ক্রিকেটারদের ওপর সিদ্ধান্তের ভার দিতেই ওয়াইড এবং নো বলকে ডিআরএসের আওতায় আনতে বললেন নিউজিল্যান্ডের স্পিন কিংবদন্তি। এ প্রসঙ্গে ভেট্টরি বলেছেন, ‘আমার মনে হয় না, স্যামসনের ওই রিভিউ নেওয়ায় আউটের কোনো ভাবনা ছিল। অবশ্যই ওয়াইড, নো বলের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ক্রিকেটারদেরই সিদ্ধান্তের ভার নিতে দেওয়া উচিৎ।’
ভেট্টরি আরো বলেছেন, ‘আজকে যদিও ওয়াইড এতটা গুরুত্বপূর্ণ হয়নি, কলকাতা এমনিতেই জিতে যাচ্ছিল। কিন্তু আমরা অনেকবারই দেখেছি, এই ধরণের সিদ্ধান্ত বেলারের বিপক্ষে যায় এবং আম্পায়ার ভুল করেন। এজন্যই সেই ভুল ধরিয়ে দেওয়ার কোনো পথ ক্রিকেটারদের সামনে থাকা উচিৎ। ডিআরএস তো এজন্যই চালু করা হয়েছে। ভুল শোধরানোর জন্য। আমি এটা দেখতে চাই। ক্রিকেটাররাই এটা ভালোভাবে বিচার করতে পারবে। কারণ, তারা বেশিরভাগ সময়ই ঠিকটা বুঝতে পারে।’