ওভাল ইনভিনসিবলস বনাম বার্মিংহাম ফিনিক্স (ম্যাচ ২৩) – হাইলাইটস
গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ২৩ তম ম্যাচে ওভাল ইনভিনসিবলস ও বার্মিংহাম ফিনিক্স মুখোমুখি হয়েছিল। যেখানে বার্মিংহাম ফিনিক্স প্রথমে ব্যাটিং করতে নেমে দারুন একটি লক্ষ্য দাড় করায় ওভাল ইনভিনসিবলসের জন্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১০০ বল শেষ হয়ে যাওয়ায় সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে থেমে যায় তাদের ইনিংস। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে বার্মিংহাম ফিনিক্স এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ওভাল ইনভিনসিবলস। অন্যদিকে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন কেন রিচার্ডসন।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ওভাল ইনভিনসিবলস এবং বার্মিংহাম ফিনিক্সকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে লিয়াম লিভিংস্টোন ও মঈন আলীর পারফর্মেন্সে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দাড় করায় তারা। প্রথমে সাজঘরে ফেরেন উইল স্মিড। ১৩ তম বলে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। ২ চার ও ২ ছয়ের সাহায্যে ১৩ বলে ২৩ রান করেছিলেন তিনি।
এরপর ২৫ তম বলে ক্যাচ আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন মাইলস হ্যামন্ড। ১১ বল খেলে ১৭ রান করেছিলেন তিনি। সাথে মেরেছিলেন ১টি চার ও ২ টি ছয়। ২৫ বলে ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক মঈন আলী। তার ৪২ রানের ইনিংসে ছিল ৪টি ছয়। তার সাথে মিলিয়ে ৩২ বল খেলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন লিয়াম লিভিংস্টোন। ৮৬ তম বলে ক্যাচ আউট হয়েছিলেন তিনি। তার ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ৪টি ছয় দিয়ে।
৯৬ তম বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ম্যাথু ওয়েড। ২ চার ও ১ ছয়ের সাহায্যে ১২ বলে ২১ রান করেছিলেন তিনি। ৫ বলে ২ রান করে সাজঘরের উদ্দেশ্যে রওনা দেন ক্রিস বেঞ্জামিন। এছাড়া বেনি হাওয়েল ৩ রানে এবং টম হেলম ২ রানে অপরাজিত থাকেন। শেষে ১১ রান এক্সট্রা সহ ১৬৬ রান করে তারা।
ওভাল ইনভিনসিবলসের পক্ষে ২০ বলে ৩২ রান খরচায় ৩টি উইকেট নেন ম্যাট মিলনেস। সুনীল নারিন ২০ বলে ২১ রান খরচায় নেন ২টি উইকেট। এছাড়া ১টি উইকেট নেন মোহাম্মদ হাসনাইন।
জবাব দিতে নেমে নির্ধারিত ১০০ বলে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় ওভাল ইনভিনসিবলস। তাদের হয়ে সব থেকে বেশি রান করে জর্ডান কক্স। ২ চারের সাহায্যে ২৯ বলে ৩২ রান করেছিলেন তিনি। ২০ বলে ৩০ রান করে মাঠ ছেরেছিলেন স্যাম কুরান। ক্যাচ আউট হয়েছিলেন তিনি সাথে মেরেছিলেন ৩টি ছয়। ১২ বলে ৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন টম কুরান। তার ৩০ রানের ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৩টি ছয় দিয়ে। ক্যাচ আউট হয়ে মাঠ ছেরেছিলেন তিনি।
১৯ বলে খেলে ২১ রান করেছিলেন জেসন রয়, সাথে মেরেছিলেন ২টি চার। এছাড়া উইল জ্যাকস ৪, রিলি রোসোউ ৫, অধিনায়ক স্যাম বিলিংস ০, ম্যাট মিলনেস ৪ রানে আউট হয়েছিলেন। অন্যদিকে ১ চার ও ১ ছয়ের সাহায্যে ৪ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ হাসনাইন এবং ৬ রানে অপরাজিত ছিলেন সুনীল নারিন। শেষে ১৩ রান এক্সট্রা সহ লক্ষ্য পর্যন্ত পৌছাতে পারে নেই তারা।
বার্মিংহাম ফিনিক্সের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন টম হেলম এবং কেন রিচার্ডসন এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হেনরি ব্রুকস ও বেনি হাওয়েল।
ওভাল ইনভিনসিবলস বনাম বার্মিংহাম ফিনিক্স এর স্কোরবোর্ড
ওভাল ইনভিনসিবলস – ১৫৬/৮ (১০০)
বার্মিংহাম ফিনিক্স – ১৬৬/৬ (১০০)
ফলাফল – বার্মিংহাম ফিনিক্স ১০ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেন রিচার্ডসন
ওভাল ইনভিনসিবলস বনাম বার্মিংহাম ফিনিক্স ম্যাচের একাদশ
ওভাল ইনভিনসিবলস | স্যাম বিলিংস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), জেসন রয়, রিলি রোসোউ, উইল জ্যাকস, স্যাম কুরান, জর্ডান কক্স, টম কুরান, ম্যাট মিলনেস, মোহাম্মদ হাসনাইন, সুনীল নারিন, নাথান সোটার |
বার্মিংহাম ফিনিক্স | মঈন আলী (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মাইলস হ্যামন্ড, উইল স্মিড, লিয়াম লিভিংস্টোন, বেনি হাওয়েল, ক্রিস বেঞ্জামিন, টম হেলম, কেন রিচার্ডসন, হেনরি ব্রুকস, ইমরান তাহির |