BJ Sports – Cricket Prediction, Live Score

এসএটি২০ লিগ ছাড়লেন আলজারি

এসএটি২০ লিগ ছাড়লেন আলজারি

Alzarri leaves the SAT20 league

এসএটি২০ লিগের এবারের আসরে জুবার্গ সুপার কিংসের হয়ে খেলেছেন আলজারি জোসেফ। তবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত তার সার্ভিস পায়নি দল। টুর্নামেন্টের মাঝপথেই দল ছাড়লেন, ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। মূলত জাতীয় দলের খেলার জন্য, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টিটোয়েন্টি লিগ ছাড়তে হচ্ছে আলজারিকে। ইতোমধ্যে তার বদলিও নিয়ে ফেলেছে জুবার্গ সুপার কিংস।

এই মাসে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা, ওয়েস্ট ইন্ডিজ দলের। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে তারা। আর সফরে দলের সঙ্গে যেতে হচ্ছে আলজারিকে। কারণ, আগে থেকেই জাতীয় দলের হয়ে খেলতে প্রতিশ্রতিবদ্ধ তারকা এই পেসার। এজন্য তাড়াহুড়ো করে জুবার্গ ছেড়ে, জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নিজ দেশে ফিরেছেন আলজারি। তার জায়গায় খেলবেন ম্যাথু ওয়েড।

আলাজারির বদলি হিসেবে ওয়েডকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, জুবার্গ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। অবশ্য এখানে একটি প্রশ্ন থেকেই যায়, পেশাদার বোলারের পরিবর্তে কেন পেশাদার উইকেটরক্ষক ব্যাটসম্যান  নিল দল? তবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি জুবার্গ। এদিকে ইতোমধ্যে দলের সঙ্গেও যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী  অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান  ওয়েড। 

আলজারি চলে যাওয়ায় ভোগান্তিতে পড়তে পারে জুবার্গ। তবে এই ক্যারিবিয়ান পেসারের পারফরম্যান্স দেখলে বুঝা যায়, এসএটি২০ লিগে খুব একটা ভালো বোলিং করতে পারেননি তিনি। জুবার্গের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে  মাত্র ৪টি উইকেট শিকার করেছেন। তার দলও অবশ্য খুব একটা সুবিধায় আছে তা নয়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটাও বেশ নড়বড়ে।

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এসএটি২০ লিগের প্রথম রাউন্ড শেষেশীর্ষ চারটি দল পৌঁছে যাবে টুর্নামেন্টের প্লেঅফে। অবশ্য জুবার্গের মালিকানায় যেহেতু ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের মালিকপক্ষ আছে, সেহেতু ভাগ্য বদলে কি না দেখার অপেক্ষা।  দলটিতে ফর্মে থাকা ফাফ ডু প্লেসিসদের ব্যাটে, আশার আলো দেখাচ্ছে বেশ।

Exit mobile version