Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০১ মে: আইপিএল ২০২২ – ম্যাচ ৪৬ (এসআরএইচ বনাম সিএসকে)

SRH vs CSK

এসআরএইচ বনাম সিএসকে

এসআরএইচ বনাম সিএসকে এর ম্যাচ হাইলাইটস

রবিবার আইপিএল ২০২২ এ ডাবল-হেডারের ২য় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঋতুরাজ গায়কোয়াড়ের অসাধারণ ইনিংসের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ১৩ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। সেই সাথে টানা ২য় পরাজয়ের স্বাদ পেল এসআরএইচ।

টসে জিতে এসআরএইচ এর অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিং করার সিধান্ত নেন এবং সিএসকে’কে ব্যাটিং করতে পাঠান। নিজের খেলার প্রতি আরো মনযোগী হতে নিজে থেকেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তার পরিবর্তে এমএস ধোনির নেতৃত্বে যেন পূর্ণভাবে জ্বলে উঠলো সিএসকে। তাছাড়া তার নেতৃত্বে প্রথম ম্যাচেই রানের বন্যায় বইয়ে দিলো সিএসকে এর ব্যাটাররা।

ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। দুজন মিলে ১৭. ওভারে গড়ে তোলেন ১৮২ রানের বিশাল জুটি। এই ম্যাচের পূর্বে ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছিল সিএসকে। প্রথম রাউন্ড থেকেই যখন বিদায়ের শঙ্কা তৈরি হলো, তখনই জ্বলে উঠলো আইপিএলে অন্যতম সফল দলটি।

৫৭ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিএসকে এর ওপেনার ঋতুরাজ। ৬টি চার এবং ৬টি ছক্কা হাঁকান তিনি। অপরপ্রান্তে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এমএস ধোনি। কিন্তু তিনি বলে রান করে আউট হয়ে যান। রবিন্দ্র জাদেজা অপরাজিত থাকেন রানে। শেষ পর্যন্ত উইকেট হারিয়ে ২০২ রান স্কোরবোর্ডে তোলে সিএসকে। এসআরএইচ এর হয়ে টি নটরাজন ২টি উইকেট তুলে নেন।

২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে এর বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতেই গুটিয়ে যায় এসআরএইচ। ৫.৪ ওভারে ৫৮ রান তুলে নিয়ে শুরুটা ভালোই করেছিল এসআরএইচ এর দুই ওপেনার।

কিন্তু ৬ষ্ঠ ওভারের এক বল বাকি থাকতে মুকেশ চৌধুরীর বলে সাজঘরে ফিরে যান অভিষেক শর্মা (৩৯)। তারপরের বলেই শূন্য রানে রাহুল ত্রিপাঠি আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় দলটি। ফলে রানের গতি কিছুটা ধীর হয়ে পড়ে।

১০ বলে ১৭ রান করা এইডেন মার্করামকে দশম ওভারে তুলে নেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। ১০ ওভার শেষে এসআরএইচ এর স্কোর ছিল ৩ উইকেটে ৮৯ রান। তখনও এসআরএইচ এর ওভারপ্রতি গড়ে ১১.৪০ করে রান দরকার ছিল।

এরপর নিকোলাস পুরান ও উইলিয়ামসন ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ১৫তম ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডব্লিউয়ের শিকার হন উইলিয়ামসন। ৩৭ বলে ৪৭ রান করেন তিনি। জয়ের জন্য এসআরএইচ এর শেষ ৫ ওভারে দরকার ছিল ৭২ রান। সেই মুহূর্তে পুরানই ছিলেন দলের একমাত্র ভরসা।

শেষ দুই ওভারে এসআরএইচ এর দরকার ছিল ৫০ রান। প্রিটোরিয়াস ১৯তম ওভারে এসে দেন মাত্র ১২ রান। ফলে, জয়ের জন্য শেষ ওভারে এসআরএইচ এর প্রয়োজন হয় ৩৮ রান। জিততে হলে শেষ ওভারে অলৌকিক কিছু করতে হতো দলটিকে। তা হয়নি। শেষ ওভারে ৩ ছক্কা মিলিয়ে মোট ২৪ রান তুলে নেওয়ার পথে পুরান অর্ধশতক পেলেও জিততে পারেনি এসআরএইচ।

৩ চার ও ৬ ছক্কায়, ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের এক দু:সাহসিক ইনিংস খেলেন পুরান। সিএসকে এর হয়ে মুকেশ চৌধুরী সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মিচেল স্যান্টনার ও ডোয়াইন প্রিটোরিয়াস ১টি করে উইকেট তুলে নেন।

নয় ম্যাচে তিন জয় ও ছয় হার নিয়ে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে, নয় ম্যাচে ৫ জয় ও ৪ পরাজয় নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ এখন স্ট্যান্ডিংয়ের ৪র্থ স্থানে রয়েছে।


এসআরএইচ বনাম সিএসকে এর স্কোরবোর্ড

চেন্নাই সুপার কিংস – ২০২/২ (২০.০)

সানরাইজার্স হায়দরাবাদ – ১৮৯/৬ (২০.০)

ফলাফল – চেন্নাই সুপার কিংস ১৩ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ঋতুরাজ গায়কোয়াড়


এসআরএইচ বনাম সিএসকে


এসআরএইচ বনাম সিএসকে এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ নিকোলাস পুরান এসআরএইচ
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে
লেট’স ক্র্যাক ইট সিক্স নিকোলাস পুরান এসআরএইচ
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ উমরান মালিক এসআরএইচ
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ মুকেশ চৌধুরী সিএসকে
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে  সিএসকে
ম্যান অফ দ্য ম্যাচ ঋতুরাজ গায়কোয়াড় সিএসকে

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...