এসআরএইচ বনাম পিবিকেএস এর ম্যাচ হাইলাইটস
রবিবার আইপিএল ২০২২ এর ৭০তম ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অসাধারণ দলীয় পারফর্মেন্সের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ২৯ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল জয় পেয়েছে পাঞ্জাব কিংস (পিবিকেএস)। সেই সাথে শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে শেষ করলো পিবিকেএস।
টসে জিতে এসআরএইচ এর অধিনায়ক ভুবনেশ্বর কুমার ব্যাটিং করার সিধান্ত নেন এবং পিবিকেএস’কে বোলিং করতে পাঠান। এই সম্মান রক্ষার্থের ম্যাচে ব্যাট করতে নেমে এসআরএইচ এর শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রিয়াম গার্গ মাত্র ৪ রান করেই সাজঘরের পথ ধরেন। তবে আর এক ওপেনার অভিষেক শর্মা ৫ চার আর ২ ছক্কায় ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন।
এরপর রাহুল ত্রিপাঠি (১৮ বলে ২০ রান) এবং এইডেন মার্করামও (১৭ বলে ২১ রান) শুরুটা ভালো করেছিলেন। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেননি। নিকোলাস পুরান আউট হন মাত্র ৫ করে। ফলে ১৪.৪ ওভারে ৯৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে এসআরএইচ।
সেখান থেকে ওয়াশিংটন সুন্দর এবং রোমারিও শেফার্ড ২৯ বলে ৫৮ রানের ঝড়ো জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন। তাদের এই জুটির কারণেই শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ তুলতে সমর্থ হয় এসআরএইচ।
১৯ বলে ২৫ রান করে শেষ ওভারে আউট হন ওয়াশিংটন সুন্দর। শেফার্ড ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। পিবিকেএস এর হয়ে হারপ্রীত ব্রার ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া নাথান এলিসও ৩টি এবং কাগিসো রাবাদা ১টি করে উইকেট তুলে নেন।
১৫৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পিবিকেএস। শুরুতেই দলকে দুর্দান্ত সূচনা এনে দেন পিবিকেএস এর দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং শিখর ধাওয়ান। ১৫ বলে ২৩ রান করে বেয়ারস্টো সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন শাহরুখ খান।
শাহরুখ ও ধাওয়ান এর ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লে’র ছয় ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলে নেয় পিবিকেএস। ৭ম ওভারে শাহরুখের (১০ বলে ১৯) বিদায়ের পর অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালও উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাত্র ১ রান করেই তিনি সাজঘরে ফিরেন।
এরপর উইকেটে এসে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেন লিয়াম লিভিংস্টোন। তিনি গতকাল খেলতে নেমে এবারের আইপিএলের ১০০০তম ছক্কাটি হাঁকিয়েছেন। এই প্রথম কোনো আইপিএল এর আসরে হাজার খানিক ছক্কা হলো। ২ বাউন্ডারি ও ৫ ছক্কায়, ২২ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার।
শিখর ধাওয়ান ৩২ বলে ৩৯ রান করে আউট হন। উইকেট রক্ষক ব্যাটার জিতেশ শর্মা ৭ বলে ১৯ রান করেন । শেষ দিকে ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন প্রেরক মানকাদ। এসআরএইচ এর পক্ষে ফজলহক ফারুকি সর্বাধিক ২টি এবং ওয়াশিংটন সুন্দর, জগদীশা সুচিথ এবং উমরান মালিক ১টি করে উইকেট তুলে নেন।
এ পর্যন্ত ১৪ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে থেকে এবারের আইপিএল জার্নি শেষ করলো পাঞ্জাব কিংস। অপরদিকে ১৪ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ম দল হিসেবে আইপিএল ২০২২ থেকে বিদায় নিল সানরাইজার্স হায়দরাবাদ।
এসআরএইচ বনাম পিবিকেএস এর স্কোরবোর্ড
সানরাইজার্স হায়দরাবাদ – ১৫৭/৮ (২০.০)
পাঞ্জাব কিংস – ১৬০/৫ (১৫.১)
ফলাফল – পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – হারপ্রীত ব্রার
এসআরএইচ বনাম পিবিকেএস এর ম্যাচের এওয়ার্ড
এওয়ার্ড এর নাম | খেলোয়াড়ের নাম | দল |
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ | লিয়াম লিভিংস্টোন | পিবিকেএস |
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ | হারপ্রীত ব্রার | পিবিকেএস |
লেট’স ক্র্যাক ইট সিক্স | লিয়াম লিভিংস্টোন | পিবিকেএস |
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ | উমরান মালিক | এসআরএইচ |
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ | লিয়াম লিভিংস্টোন | পিবিকেএস |
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ | শিখর ধাওয়ান | পিবিকেএস |
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ | অভিষেক শর্মা | এসআরএইচ |
ম্যান অফ দ্য ম্যাচ | হারপ্রীত ব্রার | পিবিকেএস |