Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৪ এপ্রিল: আইপিএল ২০২২ (ম্যাচ ১২), দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৫ম দিন)

IPL 2022 Highlights, Match 12 SRH vs LSG ft

আইপিএল ২০২২ হাইলাইটস, ম্যাচ ১২ এসআরএইচ বনাম এলএসজি

আইপিএল ২০২২ – ম্যাচ ১২ (এসআরএইচ বনাম এলএসজি)

সোমবার আইপিএল ২০২২ এর ১২তম ম্যাচে মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে আবেশ খানের দুর্দান্ত স্পেলের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিপক্ষে ১২ রানের এক অসাধারণ জয় তুলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (এলএসজি)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে এলএসজি।

এলএসজি এর পক্ষে অধিনায়ক কেএল রাহুল ৫০ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন। এছাড়া ৩ চার ও ৩ ছক্কায়, ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপক হুডা। এসআরএইচ এর হয়ে টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর এবং রোমারিও শেফার্ড সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।

১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে এলএসজি এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রান তুলতেই থেমে যায় এসআরএইচ এর ইনিংস। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন রাহুল ত্রিপাঠি। এছাড়া নিকোলাস পুরান ৩৪ এবং ওয়াশিংটন ১৮ রান করেন। এলএসজি এর হয়ে আবেশ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া জেসন হোল্ডার ৩টি এবং ক্রুনাল পান্ডিয়া ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। অপরদিকে পরাজিত হয়ে সানরাইজার্স হায়দরাবাদ এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।

স্কোরবোর্ড

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস – ১৬৯/৭ (২০.০)

সানরাইজার্স হায়দরাবাদ – ১৫৭/৯ (২০.০)

ফলাফল – লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১২ রানে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – আবেশ খান


দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ২০২২ ১ম টেস্ট হাইলাইটস

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট – ৫ম দিন)

ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জিততে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ছিল ২৭৪ রানের। রান তাড়া করতে নেমে চতুর্থ দিনেই ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনের শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস, গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। ফলে ২২০ রানের লজ্জাজনক হারের স্বাদ পায় বাংলাদেশ।

প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ সাইমন হারমার তোপে উইকেটে এক ঘন্টাও টিকতে পারেনি বাংলাদেশ। মহারাজ ৩২ রানে ৭টি হারমার ২১ রানে ৩টি উইকেট শিকার করেন।

দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই মুশফিকুর রহিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মহারাজ। পাঁচ বলে রানের খাতা খুলতে পারেননি মুশফিক, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। লিটন দাস অবশ্য রানের খাতা খুলেছিলেন। রান করে তিনিও মহারাজের শিকার। এরপর ইয়াসির আলীকে () বোল্ড করে পাঁচ উইকেট পূরণ করে মহারাজ। দলীয় ৩৩ রানে মেহেদী হাসানকে ফেরান হারমার।

তাসকিন আহমেদকে নিয়ে ১৭ রানের জুটি গড়ার পর বিদায় নেন ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। ৫২ বলে এক ছক্কা এক চারে ২৬ রান করেন তিনি। খালেদ আহমেদ ফিরেন শূন্য রানে। আর শেষ ব্যাটার হিসেবে তাসকিন আউট হন ব্যক্তিগত ১৪ রানে।

প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কেশব মহারাজ। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দুদলের মধ্যকার দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচটি আগামী ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে।

স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ৩৬৭/১০ (১২১.০)

বাংলাদেশ (১ম ইনিংস) – ২৯৮/১০ (১১৫.৫)

দক্ষিণ আফ্রিকা (২য় ইনিংস) – ২০৪/১০ (৭৪.০)

বাংলাদেশ (২য় ইনিংস) – ৫৩/১০ (১৯.০)

ফলাফল – দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – কেশব মহারাজ

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...