টেস্ট এবং টি-টোয়েন্টিতে সাদামাটা হলেও ওয়ানডে ফরম্যাটে বরাবরই দুর্দান্ত বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তারা। এবার ক্যারিবিয় সফর শেষে দেশে পৌঁছে মেহেদি হাসান মিরাজ গণমাধ্যমকে জানালেন, আগামী এশিয়া কাপ এবং বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
মিরাজ বলেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করলে আমাদের জন্য এবং দেশের জন্য ভালো হবে। অবশ্যই বড় একটা অর্জন আনার চেষ্টা করব। আমরা চেষ্টা করতে পারি, ভালো খেলতে পারি। কিভাবে বিশ্বকাপটা জেতা যায়, সেই পথ বের করতে পারি। এটা তো ভাগ্যের উপর নির্ভর করছে। তবে আমরা স্বপ্ন দেখি, এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিতব।’
২০২৩ সালে এবারের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বাংলাদেশ দলে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো অভিজ্ঞ এবং তারকা ক্রিকেটাররা। সঙ্গে মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাসদের মতো তরুণ ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দলটা বিশ্বকাপে ভালো করবে, এমনটাই প্রত্যাশা মিরাজের।
এই অলরাউন্ডার বলেন, ‘২০২৩ বিশ্বকাপ দূরে নেই। হয়তো ১ বছর ২-৩ মাস আছে। আমরা যেভাবে যাচ্ছি, এই প্রক্রিয়ায় এগোলে আমাদের সামনের বিশ্বকাপটা ভালো হবে। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই আছেন। তারা তো অনেক অভিজ্ঞ।
নিজেদের ব্যাপারে মিরাজ আরো বলেন, ‘আমি, মুস্তাফিজ, লিটনও খেলেছে। সবমিলিয়ে আমরা যারা আছি, তাদেরও আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ক্যারিয়ার হবে যাবে। ফলে মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে পারব।