শেষ হয়ে গেল এবারের এশিয়া কাপের ১৫ তম আসর। রবিবার পর্দা নামল এবারের টুর্নামেন্টের। দুবাইয়ে পাকিস্তানকে ২৩ হারিয়ে শিরোপা জয়ের উৎসব করল শ্রীলংকা। এখন চলছে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের বিশ্লেষণ। টুর্নামেন্ট জুড়েই বেশকিছু খেলোয়াড় মাঠের ২২ গজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন।
ইতোমধ্যে দাসুন শানাকাকে অধিনায়ক করে টুর্নামেন্টের সেরা একাদশও নির্বাচন করে ফেললেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। হার্শার একাদশে ৪ জন পাকিস্তানি ,শ্রীলঙ্কার ৩ জন এবং আফগানিস্তান ও ভারতের ২ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন।
খ্যাতিমান এই ধারাভাষ্যকারের একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান এবং আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি। মিডল অর্ডারের জন্য আরেক আফগান নাজিবুল্লাহ জাদরান, শ্রীলংকার ভানুকা রাজাপাকসে এবং দাসুন শানাকাকে বেছে নিলেন হার্শা।
অলরাউন্ডার হিসেবে হার্শার একাদশে ঠাই হয়েছে পাকিস্তানের সাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ। পেস বোলিংয়ে আছেন পাকিস্তানের নাসিম শাহ, ভারতের ভুবনেশ্বর কুমার এবং শ্রীলংকার দিলশান মাদুশাঙ্কা। তবে চার দলের খেলোয়াড় থাকলেও, হার্শার একাদশে জায়গা পাননি বাংলাদেশ এবং হংকংয়ের কোনো ক্রিকেটার।
এশিয়া কাপ ২০২২–এ হার্শার সেরা একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), রহমানউল্লাহ গুরবাজ, বিরাট কোহলি, নাজিবুল্লাহ জাদরান, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ভুবনেশ্বর কুমার, নাসিম শাহ এবং দিলশান মাদুশাঙ্কা।