Skip to main content

এশিয়া কাপে কোন ব্যাপারগুলো নজর কেড়েছে? 

Asia Cup

এশিয়া কাপ

১১ সেপ্টেম্বর পাকিস্তানশ্রীলঙ্কা ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামল এবারের এশিয়া কাপের। এবারের এশিয়া কাপে অনেক ব্যাপারেই নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের। বিরাট কোহলির শতরান, নাসিম শাহের দাপুটে পারফরম্যান্স,

আন্ডারডগ শ্রীলঙ্কার শিরোপা জয়। দেখে নেওয়া যাক এশিয়া কাপের মঞ্চ থেকে কি কি পেল ক্রিকেট

. শ্রীলঙ্কা থেকে সরে গেল সংযুক্ত আরব আমিরাতেঃ 

এশিয়া কাপের এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্ত রাজনৈতিক টানাপোড়েন আর প্রচন্ড অর্থনৈতিক মন্দায় থাকার কারনে এত গুলো দেশকে আতিথেয়তা দিতে সক্ষম হয়নি শ্রীলঙ্কা যার ফলে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় আসরটি। আর আগের আসর অনুষ্ঠিত হয়েছিল এখানেই। 

. বিরাট কোহলি : দীর্ঘ বছর সেঞ্চুরি বঞ্চিত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘ বিরতির পর এশিয়া কাপে ছন্দে ফিরেছেন কোহলি। ১০২০ দিনের দীর্ঘ অপেক্ষার পর পেয়েছেন ক্যারিয়ারের ৭১ তম সেঞ্চুরি।

সুপার ফোরের পর্বে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে ছিটকে যায় ভারত। নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে বিধ্বংসী রূপে ফিরে আসেন কিং কোহলি। এশিয়া কাপে মোট ২৭৬ রান করে সর্বচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় ২য় স্থানে আছেন তিনি।প্রথম স্থানে পাকিস্তানের রিজওয়ান। 

. শ্রীলঙ্কা : এশিয়া কাপ শুরুর আগেই লংকান অধিনায়ক দাসুন শানাকা ঘোষণা দিয়েছিলেন দেশের ক্রান্তিলগ্নে দেশের মানুষের জন্য শিরোপা জিততে চান তিনি। অথচ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের সাথে উইকেটে হেরে যায় দলটি। শেষ পর্যন্ত ফাইনালে তারাই পাকিস্তানকে ২৩ উইকেটে হারিয়ে বারের মত এশিয়া কাপ জেতে। 

. নাসিম শাহ : এশিয়া কাপে এবার চমক দেখিয়েছেন পাকিস্তানের উদীয়মান তরুণ পেসার নাসিম শাহ। এশিয়া কাপের এবারের আসরে ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে গোটা ক্রিকেটবিশ্বকে। পাকভারত প্রথম ম্যাচে পাকিস্তান জিততে না পারলেও তার খেলার প্রশংসা সবাই করেছে। আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছিলেন এই তরুণ পেসার। পাঁচ ম্যাচে নিয়েছেন সাত উইকেট। এদিকে অভিনেত্রী উর্বশীর সাথে তার প্রেমের খবর ছড়িয়ে যায় নেট জগতে। যদিও এক সাক্ষাৎকারে পরে তিনি জানান এই অভিনেত্রীকে তিনি চেনেননা। 

উল্লেখ্য এশিয়া কাপে সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন দল ভারত। এতদিন বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সর্বোচ্চবার চ্যাম্পিয়ন হওয়া দল ছিল শ্রীলঙ্কা। এবার বারের মত চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ভারতের সাথে দূরত্ব কমিয়ে আনল দলটি।

আরো আজকের ট্রেন্ডিং

SA20 2025 টিকিট: মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার

SA20 2025 টিকিট মূল্য এবং বুকিং সম্পর্কে আপনার যা জানা দরকার, বেটওয়ে SA20 লিগ আবারও ফিরে এসেছে তার তৃতীয় মৌসুম নিয়ে, যা এক উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রতিশ্রুতি দিচ্ছে। ৯ জানুয়ারি, ২০২৫...

বিপিএল এর সর্বোচ্চ রান ২০২৩: বিস্তৃত পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে, যেখানে বিশ্বের সেরা প্রতিভাগুলো একত্রিত হয়ে থাকে। ২০২৩ সালের বিপিএল মৌসুমও এর ব্যতিক্রম ছিল না। উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর ম্যাচ...

বিবিএল ২০২৪-২৫ এর অন্তরালে: দলের প্রস্তুতি এবং প্রশিক্ষণ পরিকল্পনার একচেটিয়া অন্তর্দৃষ্টি

বিবিএল ২০২৪-২৫ (বিগ ব্যাশ লিগ) মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথে ভক্তদের উত্তেজনা বৃদ্ধি পায়। যেহেতু খেলার মাঠের অ্যাকশন সংবাদ তৈরি করে, তাই প্রতিটি দলের সাফল্য পর্দার আড়ালে পরিকল্পনার উপর নির্ভর...

SA20 কিংবদন্তি: SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক

SA20 ইতিহাসে সর্বাধিক সফল অধিনায়ক SA20 কিংবদন্তি! SA20 লিগ দ্রুতই ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর টি২০ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের সাথে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগগুলোর বৈশ্বিক আকর্ষণ মিশিয়ে, SA20...