এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ পাননি শ্রেয়াস আইয়ার। কিন্তু টি-টোয়েন্টি তালিকায় ছ’ধাপ উঠলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা মেলেনি তার। নেওয়া হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে।
ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ না পাওয়া এই ক্রিকেটারের নাম এবার আইসিসির ক্রমতালিকায় উপরের দিকে। টি-টোয়েন্টি ব্যাটারদের পিছনে ফেলে ৫৭৮ পয়েন্ট নিয়ে ছ’ধাপ এগিয়ে ১৯ তম স্থান দখল করে নিয়েছে শ্রেয়াস।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম চারটি ম্যাচে ভালো রান করতে না পারলেও শেষ ম্যাচে ৪০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। আর এই ইনিংসই তাকে টি-টোয়েন্টি তালিকায় উপরের দিকে নিয়ে এসেছে।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৮১৮ পয়েন্টে শীর্ষস্থানে আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তারপরেই ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্য কুমার যাদব। ৮০৫ পয়েন্ট তাঁর। ৭৯৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন মহম্মদ রিজওয়ান। চার নম্বরে আছেন আইডেন মার্করাম (৭৯২) এবং পাঁচ নম্বরে আছেন দাউইদ মালান (৭৩১)।