নারী এশিয়া কাপের প্রথম ছয়টি আসরে টানা চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় নারীদের এই একক রাজত্ব থামিয়ে দেয় বাংলাদেশের নারীরা।২০১৮ সালে এশিয়া কাপ জিতে বাংলাদেশ । কিন্তু অষ্টম আসরে এসে আবারো শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে ভারত। শনিবার সিলেটে শ্রীলংকাকে উড়িয়ে দিয়ে এবারের আসরের শিরোপা ঘরে তুলেছে তারা।
এদিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সফল করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন দলের ব্যাটসম্যানরা। দলের প্রথম ছয় ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। ভারতীয়দের বোলিং তোপে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলংকা।
সহজ লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে হেসেখেলেই জয় তুলে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে লংকান বোলারদের উপর তান্ডব চালিয়েছেন স্মৃতি মান্ধানা। তার খেলা ৫১ রানের ইনিংসের সুবাদে মাত্র ৮.৩ ওভারেই লক্ষ্যে পোঁছে যায় ভারত। ফাইনালে ম্যাচসেরার পুরষ্কার উঠেছে ৩ উইকেট শিকার করা ভারতের রেনুকা সিংয়ের হাতে।
এদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন দীপ্তি শর্মা। গোটা টুর্নামেন্ট জুড়েই আলো ছড়িয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। ডানহাতি অফস্পিনে শিকার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ উইকেট। এছাড়া ডান হাতে ব্যাট করা ২৫ বছর বয়সী এই ভারতীয় রান করেছেন ৯৪। তাতেই টুর্নামেন্টের সেরা হওয়ার স্বাদ পান দীপ্তি।
এশিয়া কাপ চ্যম্পিয়ন হওয়ার পর ভারতীয় নারী ক্রিকেট দলকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।