শ্রীলঙ্কার এশিয়া কাপ যাত্রা শুরুই হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে। সবাইকে তাক লাগিয়ে গোনার মধ্যে না ধরা দলটিই এবারের আসরে চ্যাম্পিয়ন। সুপার সানডেতে পাকিস্তানের বিপক্ষে পেল সুপার জয়।
রোববারের ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই উইকেট তুলে নেয় পাকিস্তান। পাকিস্তান বোলারদের কাছে ধরাশায়ী হতে থাকে লঙ্কানরা। শেষ পর্যন্ত রাজাপাকসের অপরাজিত ৭১রানের ইনিংসে ৬ উইকেটে ১৭০ রান করে তারা। ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২৩ রানের জয় পায় দাসুন শানাকারার শ্রীলঙ্কা।
মরুভূমির মাঠে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বসিত শানাকা বলেন,” অবশ্যই দর্শকদের ধন্যবাদ দিতে হবে। তারা আমাদের অসাধারণ সমর্থন দিয়েছে। দেশে থাকা দর্শকদেরও ধন্যবাদ, আশা করি তাদের আমরা গর্বিত করতে পেরেছি।“
শানাকা আরও বলেন,”আমি যদি গতবছরের আইপিএলের দিকে তাকাই, আগে ব্যাট করে চেন্নাই শিরোপা জিতেছিল। আমাদের ছেলেরা কন্ডিশন ও খুব ভালো করে জানে। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর হাসারাঙ্গা ও রাজাপাকসে পার্থক্যটা গড়ে দেয়।“
নিজেদের প্রথম খেলায় হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপর দলের অবস্থা কেমন ছিল সেটা জানিয়ে শানাকা আরো বলেন ” এটা যেকোনো ভালো দলের বেলাতেও ঘটতে পারে। আমাদের আলোচনা ছিল খুবই সিরিয়াস। আমাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। “
এই নিয়ে এশিয়া কাপে ৬ষ্ঠ বার চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা। ভারত এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। এরপরেই লংকানদের অবস্থান। সাঙ্গাকারা–জয়াবর্ধনে যুগের পর লংকানদের এই পারফরম্যান্স যেন শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন দিনের বার্তা দিল৷