BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১০ মে: আইপিএল ২০২২ – ম্যাচ ৫৭ (এলএসজি বনাম জিটি)

IPL 2022 Highlights এলএসজি বনাম জিটি - ft

IPL 2022 Highlights এলএসজি বনাম জিটি

এলএসজি বনাম জিটি এর ম্যাচ হাইলাইটস

মঙ্গলবার আইপিএল ২০২২ এর ৫৭তম ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বোলারদের অসাধারণ পারফর্মেন্সের উপর ভিত্তি করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের (এলএসজি) বিপক্ষে ৬২ রানের এক বিশাল জয় তুলে নিয়েছে গুজরাট টাইটানস (জিটি)। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে জিটি।

টসে জিতে জিটি এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং করার সিধান্ত নেন এবং এলএসজি’কে বোলিং করতে পাঠান। ব্যাট করতে নেমে এলএসজি’র বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই রানের গতি ধীর হয়ে যায় জিটি’র। প্রথম ১০ ওভারে করতে পেরেছিল মাত্র ৫৯ রান। তবে খানিক ঘুরে দাঁড়িয়ে শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে যোগ করে আরও ৮৫ রান।

পাওয়ার প্লে’র মধ্যে ইনফর্ম ব্যাটার ঋদ্ধিমান সাহা (১১ বলে ৫) ও ম্যাথু ওয়েডের (৭ বলে ১০) উইকেট হারায় জিটি। অধিনায়ক হার্দিকও বেশি কিছু করতে পারেননি। তৃতীয় ব্যাটার হিসেবে ফেরার আগে ১৩ বল খেলে মাত্র ১১ রান করেন তিনি।

তবে একপ্রান্ত ধরে রাখা ওপেনার শুবমান গিল দলকে এগিয়ে নিতে থাকেন। চতুর্থ উইকেটে ডেভিড মিলারের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। সংগ্রামী ব্যাটিংয়ে ২৪ বলে মাত্র ২৬ রান করে আউট হন মিলার। পরে অবিচ্ছিন্ন জুটিতে শেষ ৪ ওভারে ৪১ রান তোলে রাহুল তেওয়াতিয়া ও শুবমান।

যার ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিটি। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন গিল। যেখানে ছিল সাতটি চারের মার। চারটি চারের সঙ্গে ১৬ বলে ২২ রান করেন তেওয়াতিয়া।

এলএসজি’র হয়ে আভেশ খান ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বাধিক ২টি উইকেট শিকার করেন। এছাড়া মহসিন খান এবং জেসন হোল্ডার ১টি করে উইকেট তুলে নেন।

১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জিটি’র বোলারদের বোলিং তোপে মাত্র ১৩.৫ ওভারে ৮২ রান তুলতেই গুটিয়ে যায় এলএসজি। রশিদ খান ও সাঁই কিশোরের ঘূর্ণি যাদুতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়েছে কেএল রাহুলের দল। ফলে ৬২ রানের সহজ জয়ে প্লে-অফের টিকিট পায় জিটি।

এলএসজি’র হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দীপক হুদা। এছাড়া আভেশ খান (১২) ও কুইন্টন ডি কক (১১) ছাড়া আর কেউ দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি। পুরো ইনিংসে দেখা গেছে মাত্র সাতটি চার ও তিনটি ছয়ের মার।

বল হাতে জাদু দেখিয়েছেন রশিদ। ৩.৫ ওভারে মাত্র ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তিনি। যশ দয়াল ও সাঁই কিশোর ২টি করে উইকেট তুলে নেন। যেখানে সাঁই কিশোর ২ ওভারে মাত্র ৭ রান দেন। এছাড়া মোহাম্মদ শামি ৩ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।

১২ ম্যাচে নয় জয় ও তিন হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে গুজরাট টাইটানস। অপরদিকে, ১২ ম্যাচে ৮ জয় ও ৪ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এখন স্ট্যান্ডিংয়ের ২য় স্থানে অবস্থান করছে।


এলএসজি বনাম জিটি এর স্কোরবোর্ড

গুজরাট টাইটানস – ১৪৪/৪ (২০.০)

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস – ৮২/১০ (১৩.৫)

ফলাফল – গুজরাট টাইটানস ৬২ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শুবমান গিল


 


এলএসজি বনাম জিটি এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ রাহুল তেওয়াতিয়া জিটি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ রশিদ খান জিটি
লেট’স ক্র্যাক ইট সিক্স আভেশ খান এলএসজি
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ দুষ্মন্ত চামিরা এলএসজি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ শুবমান গিল জিটি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ মোহাম্মদ শামি জিটি
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ শুবমান গিল জিটি
ম্যান অফ দ্য ম্যাচ শুবমান গিল জিটি

 

Exit mobile version