BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৪ এপ্রিল: আইপিএল ২০২২ – ম্যাচ ৩৭ (এলএসজি বনাম এমআই)

LSG vs MI

এলএসজি বনাম এমআই

এলএসজি বনাম এমআই ম্যাচ হাইলাইটস

রবিবার আইপিএল এর ৩৭তম ম্যাচে কে এল রাহুল এর সেঞ্চুরি এবং এলএসজি এর ১টি দুর্দান্ত বোলিং পারফরমেন্স এর সৌজন্যে লখনৌ খুব সহজেই পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স কে ৩৬ রান এ হারায়।

প্রথমে টস জিতে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা লখনৌ কে আগে ব্যাট করতে পাঠান। বল হাতে মুম্বাই এর বোলাররা শুরুটা ভালোই করেছিলেন। জাসপ্রিত বুমরাহ প্রথম ওভার বল করতে এসেই লখনৌ এর উইকেটকিপার ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন দি কক কে প্যাভিলিয়ান এ ফেরান।

মনীশ পাণ্ডে এবং কে এল রাহুল ৪৭ বলে ৫৮ রান এর ১টি পার্টনারশীপ করেন দ্বিতীয় উইকেট এর জন্যে। মুম্বাই এর পার্ট টাইম বোলার কাইরন পোলার্ড এর বলে মনীশ আউট হয়ে ফিরে যান। এই ম্যাচে তার সংগ্রহ ২২ রান।

লখনৌ তাদের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোয়েনিস কে ৪ এ ব্যাট করতে পাঠান। কিন্তু এই এক্সপেরিমেন্ট টা একদম সফল হয়নি। স্টোয়েনিস ৩ বল খেলে আউট হয়ে যান। এই ম্যাচে তিনি কোনো রান করতে পারেননি।

করুনাল পাণ্ড্য তার পুরোনো টিম মুম্বাই এর সামনে ব্যাট হাতে সফল হতে পারেননি। তিনি ও পোলার্ড এর বলে আউট হয়ে ফিরে যান মাত্র ১ রান করে। দীপক হুডা এবং আয়ুষ বাদোনি ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেনি এই ম্যাচে।

আয়ুষ বাদোনি কে এল রাহুল এর ২৫ বলে ৪৭ রান এর পার্টনারশীপ এর জন্যে রান এর গতি একটু বারে এলএসজির। কে এল রাহুল এক দিক থেকে ইনিংস টা ধরে রাখেন এবং রান এর গতি বাড়াতে থাকেন।

ইনিংস এর শেষ ওভার এর প্রথম বলেই ৬ মেরে নিজের সেঞ্চুরি টা সম্পূর্ণ করেন লখনৌ অধিনায়ক কে এল রাহুল। ৬২ বল খেলে ১০৩ রান করে অপরাজিত থাকেন রাহুল। ১২ টি ৪ এবং ৪টি ৬ মারেন তিনি তার এই ইনিংস এ। কে এল রাহুল ছাড়া ব্যাট হাতে এই ম্যাচে এলএসজি এর কোন ব্যাটসম্যান সফল হননি।

ব্যাট হাতে ১৬৯ তাড়া করতে নেমে মুম্বাই এর শুরুটা একদমই ভালো হয়নি। মুম্বাই এর হয়ে ওপেনিং জুটি অধিনায়ক রোহিত শর্মা এবং ঈশান কিষান ৪৩ বলে ৪৯ রান এর পার্টনারশীপ করেন। কিন্তু এই পার্টনারশীপ এ ঈশান কিষান এর অবদান ছিল মাত্র ৮ রান। ২০ বল খেলে মাত্র ৮ রান করে ঈশান কিষান ফিরে যান প্যাভিলিয়ান এ।

দেওয়াল্ড ব্রেভিস এবং সূর্য কুমার যাদব এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন। আবেশ খান এই ম্যাচে চোটের জন্য না থাকায় লখনৌ এর হয়ে ডেব্যু করেন ফাস্ট বোলার মহসিন খান। দেওয়াল্ড ব্রেভিস কে তিনি প্যাভিলিয়ান এ ফেরান। পার্ট টাইম অফস্পিনার আয়ুষ বাদোনির বলে সূর্য কুমার যাদব আউট হয়ে ফিরে যান।

মুম্বাই এর হয়ে সর্বাধিক রান করেন তাদের ইনিংস এ অধিনায়ক রোহিত শর্মা। ৩১ বল খেলে ৩৯ রান করে তিনি আউট হন। মিডল অর্ডার এ তিলক ভার্মা একমাত্র ব্যাটসম্যান যিনি রান পেয়েছেন। পোলার্ড এবং তিলক ভার্মা ৩৯ বলে ৫৭ রান এর পার্টনারশীপ করেন।

বল হাতে মুম্বাই এর সবচেয়ে সফল বোলার ছিলেন পোলার্ড এই ম্যাচে। কিন্তু ব্যাট হাতে এই আইপিএল এ তিনি ব্যর্থ বড় ইনিংস খেলতে। ২০ বল খেলে তিনি মাত্র ১৯ রান করেন।

মিডল অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মা ২৭ বলে ৩৮ রান করে আউট হয়ে ফিরে যান। তিলক একমাত্র ব্যাটসম্যান মুম্বাই ইন্ডিয়ান্স এর মিডল অর্ডার এ যিনি ধারাবাহিকতার সাথে রান করে যাচ্ছেন। এই ম্যাচে ও তিনি ব্যাট হাতে রান করেন। কিন্তু সেই রান দিয়ে মুম্বাই জয় এর ধারে কাছেও আস্তে পারেনি।

২০ ওভার ব্যাট করে মুম্বাই এর ইনিংস শেষ হয় মাত্র ১৩২ রানে। করুনাল পাণ্ড্য সর্বাধিক উইকেট নেন লখনৌ এর হয়ে। মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। শ্রীলংকার ফাস্ট বোলার দুস্মনথা চামিরাও দুর্দান্ত স্পেল করেন এই ম্যাচে। কোন উইকেট না পেলেও তিনি মাত্র ১৪ রান দেন তার ৪ ওভার এ।

৮ ম্যাচে খেলে ১০ পয়েন্ট নিয়ে লখনৌ এখন পয়েন্টস টেবিল এ ৪ নম্বর স্থানে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচ টিও হেরে টানা ৮ ম্যাচে হারার রেকর্ড গড়লো এই আইপিএল এ। এমআই এখনো অব্দি জয়হীন এই আইপিএল এ। ৮ ম্যাচে খেলে তাদের পয়েন্ট ০। লীগ টেবিল এর সবার শেষে দশম স্থানে রয়েছে মুম্বাই।


এলএসজি বনাম এমআই এর স্কোরবোর্ড

লখনৌ সুপার জায়ান্টস   ১৬৮/৬ (২০.০)

মুম্বাই ইন্ডিয়ান্স  –  ১৩২/৮ (২০.০)

ফলাফল  লখনৌ সুপার জায়ান্টস ৩৬ রান এ জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ  কে এল রাহুল



এলএসজি বনাম এমআই এর ম্যাচের অ্যাওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ কে এল রাহুল এলএসজি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ কে এল রাহুল এলএসজি
লেট’স ক্র্যাক ইট সিক্স কে এল রাহুল এলএসজি
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ দুসমান্থা চামিরা এলএসজি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ কে এল রাহুল এলএসজি
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ জাসপ্রিত বুমরাহ এমআই
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ কে এল রাহুল এলএসজি
ম্যান অফ দ্য ম্যাচ কে এল রাহুল এলএসজি
Exit mobile version