এমআই বনাম সিএসকে ম্যাচ হাইলাইটস
বৃহস্পতিবার আইপিএল এর এলক্লাসিকো মুম্বাই বনাম চেন্নাই ম্যাচে একদম শেষ বল এ মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট এর সুবাদে ১টি নাটকীয় জয় লাভ করে সিএসকে। আইপিএল এর ৩৩তম ম্যাচে সিএসকে ৩ উইকেট এ মুম্বাই কে হারায়।
সিএসকে অধিনায়ক রবীন্দ্ৰ জাদেজা টস জিতেন এবং মুম্বাই কে আগে ব্যাট করতে পাঠান। এই ম্যাচে এ ২টো দলকেই পরিবর্তন করতে দেখা যায় প্রথম একাদশে। এমআই ৩টি পরিবর্তন করেন।
টিমাল মিলস, ফাবিয়েন অ্যালেন, মুরুগান অশ্বিন এর জায়াগাতে এই ম্যাচের জন্য দল এ এসেছিলেন হৃত্বিক সকীন, ড্যানিয়েল স্যামস এবং রাইলি মেরেডিথ।
সিএসকেও তাদের প্রথম একাদশে কিছু পরিবর্তন এনেছিল এই ম্যাচে। ক্রিস জর্ডান, মইন আলীর পরিবর্তে দলে ঢুকলেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার ডোয়াইন প্রেটোরিয়াস এবং নিউজিয়াল্যান্ড এর মিচেল সান্টনার।
ব্যাট হাতে ইনিংস এর শুরুতেই জোড়া ধাক্কা খায় মুম্বাই ম্যাচের প্রথম ওভার এই। মুখেশ চৌধুরী এর বল এ প্যাভিলিয়ান এ ফেরত যান মুম্বাই এর দুই ওপেনের অধিনায়ক রোহিত শর্মা এবং উইকেটকিপার ঈশান কিষান।
দেওয়াল্ড ব্রেভিস এবং সূর্যকুমার যাদব ১৩ বলে ২১ রান এর ১টি পার্টনারশীপ করেন। ব্রেভিস বড় রান করতে ব্যর্থ হন। তিনি ফিরে যান মাত্র ৪ রান করে। মুকেশ চৌধুরী তার তৃতীয় উইকেট টি তুলে নেন ব্রেভিস কে প্যাভিলিয়ন এর পথ দেখিয়ে।
মুম্বাই এর সূর্যকুমার যাদব এক দিক থেকে আক্রমণাত্মক শটস খেলতে থাকেন। তার সাথে দেন তিলক ভার্মা। সূর্য শুরু টা দুর্দান্ত করলেও চেন্নাই তার ইনিংস টি দীর্ঘস্থায়ী হতে দেয়নি। নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল সান্টনার সূর্যের গুরুত্বপূর্ণ উইকেট টি তুলে নেন। ২১ বল এ ৩২ রান এর ইনিংস খেলে সূর্য প্যাভিলিয়ান এ ফিরে যান।
আইপিএল এর প্রথম ম্যাচে খেলা ঋত্বিক সকীন তিলক ভার্মা এর সাথে পার্টনারশীপ করেন। ঋত্বিক ২৫ রান করে আউট হয়ে ফিরে যান। তার এই ২৫ রান এর ইনিংস টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিএসকে অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো উইকেট টি নেন।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কাইরন পোলার্ড বেশি সময় ক্রিসে থাকতে ব্যর্থ হন এই ম্যাচে। তার ব্যাট চললে এমআই এর স্কোর অবশ্যই অনেক বেশি হতো সেটা আশা করা যাই। তিনি শ্রীলংকান স্পিনার মহেশ থীকশানার বলে আউট হন। পোলার্ড এই ম্যাচে ১৪ রান করেন মাত্র ৯ বল খেলে।
মুম্বাই এর তিলক ভার্মা ১টি দুর্দান্ত ইনিংস খেলেন এবং শেষ পৰ্যন্ত ক্রিসে থাকেন। জয়দেব উনাদকাট এর সাথে মাইল ১৬ বলে ৩৫ রান এর এই পার্টনারশীপ টি মুম্বাই কে ১টি সম্মানজনক স্কোর এ পৌঁছে দেয়।
মুম্বাই এর হয়ে সর্বাধিক রান করেন তাদের ইনিংস এ তিলক ভার্মা। ৪৩ বলে ৫১ রান এর ১টি দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। জয়দেব উনাদকাট ও মাত্র ৯ বলে ১৯ রান করে তার সাথে দেন।
রান তাড়া করতে নেমেই শুরুতেই প্রথম বলেই ড্যানিয়েল শামস রুতুরাজ গায়কোয়াড কে প্যাভিলিয়ান এ ফেরান। রুতুরাজ এর ব্যাট থেকে এখনো বড় রান এর অপেক্ষা তে সিএসকে। এই ম্যাচেও তিনি ব্যর্থ। সিএসকে ৩ এ ব্যাট করতে পাঠান মিচেল সান্টনার কে। তাদের এই এক্সপেরিমেন্ট টাও সফল বলা যায়না। মাত্র ১১ রান করে সান্টনার আউট হয়ে যান।
৩৯ বলে ৫০ রান এর পার্টনারশীপ করে রবিন উথাপ্পা এবং আম্বাতি রায়ুডু ম্যাচে এ সিএসকে কে ফিরিয়ে আনেন। ২০ বলে ২৭ রান করে রবিন ফিরে যান উনাদকাট এর বলে। সিবাম দুবে এই ম্যাচে ব্যর্থ হন ব্যাট হাতে। ড্যানিয়েল স্যামস তার উইকেট টি নেন।
সিএসকে এর হয়ে সর্বাধিক রান করেন আম্বাতি রায়ুডু। তার এই ৪০ রান এর ইনিংস এর জন্যে চেন্নাই ম্যাচে থাকে সবসময়। সিএসকে অধিনায়ক জাদেজা ব্যাট হাতে সাফল্য পাননি এই ম্যাচে। ২১ বলে ৩৩ রান এর ধোনি এবং ডোয়াইন প্রেটোরিয়াস এর পার্টনারশীপ এর জন্যে চেন্নাই জয় এর অনেক তাই কাছে এসে যাই। মাত্র ১৪ বল খেলে ২২ রান করে যান সাউথ আফ্রিকান অলরাউন্ডার।
জয় এর জন্য ১৭ রান দরকার ছিল সিএসকে এর শেষ ওভার এ। ওভার এর প্রথম বলেই প্রেটোরিয়াস কে আউট করেন জয়দেব উনাদকাট। ৪ বল এ ১৬ রান বাকি থাকতে ধোনি স্ট্রাইক এ আসেন। বিশ্বের সবচেয়ে সফলতম ফিনিশার তাকে কেন বলা হয় তিনি আবার এই ম্যাচে এ সেটি বুঝিয়ে দেন। পরের ৪ বলে ৬ ৪ ২ ৪ মেরে ম্যাচের শেষ বলে ধোনি ১টি ঐতিহাসিক জয় এনে দেয় চেন্নাই কে।
মাত্র ১৩ বলে ২৮ রান করেন ধোনি। তার এই ফিনিশিং এর সৌজন্যে সিএসকে এই ম্যাচে ৩ উইকেট এ জিতে যায়। মুম্বাই টানা ৭ ম্যাচে হার এর রেকর্ড করে এই ম্যাচে টি হেরে যাওয়ার ফলে।
এই ম্যাচে জেতার পর চেন্নাই পয়েন্টস টেবিল এ ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। মুম্বাই এখনো পৰ্যন্ত ১টি ম্যাচেও জয় লাভ করেনি। তারা ৭ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে লীগ টেবিল এ দশম স্থানে রয়েছে।
এমআই বনাম সিএসকে এর স্কোরবোর্ড
মুম্বাই ইন্ডিয়ান্স – ১৫৫/৭ (২০.০)
চেন্নাই সুপার কিংস – ১৫৬/৭ (২০.০)
ফলাফল – চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – মুকেশ চৌধুরী
এমআই বনাম সিএসকে এর ম্যাচের এওয়ার্ড
এওয়ার্ড এর নাম | খেলোয়াড়ের নাম | দল |
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ | এম এস ধোনি | সিএসকে |
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ | ড্যানিয়েল স্যামস | এমআই |
লেট’স ক্র্যাক ইট সিক্স | আম্বাতি রায়ুডু | সিএসকে |
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ | রাইলি মেরিডিথ | এমআই |
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ | মুকেশ চৌধুরী | সিএসকে |
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ | মুকেশ চৌধুরী | সিএসকে |
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ | তিলক ভার্মা | এমআই |
ম্যান অফ দ্য ম্যাচ | মুকেশ চৌধুরী | সিএসকে |