BJ Sports – Cricket Prediction, Live Score

এবার হাশিম আমলার রেকর্ড ভাঙলেন বাবর আজম 

Babar Azam

বাবর আজম 

সময়টা এখন বাবর আজমের। সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য ফর্মে আছেন পাকিস্তান অধিনায়ক । ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়ে  সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পাকিস্তান দলকে। সদ্য শেষ নেদারল্যান্ডস সিরিজেও হেসেছে তার ব্যাট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতেই পঞ্চাশোর্ধ রান করে অর্ধশতকের হ্যাট্রিক করেছেন বাবর।

ডাচদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২৫ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন বাবর। মাত্র ৯ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন । তবে এদিন ওয়ানডেতে প্রথম ৯০ ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন বাবর। এই রেকর্ড গড়তে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলাকে পেছনে ফেললেন তিনি।

বাবরের আগে এই বিশ্বরেকর্ডের মালিক ছিলেন আমলা। ওয়ানডে ক্রিকেটে প্রথম ৯০ ইনিংস থেকে ৪৫৫৬ রান করেছেন সাবেক এই প্রোটিয়া। গোটা বিশ্বের ব্যাটসম্যানদের মধ্যে এতদিন এটি ছিল সর্বোচ্চ। রবিবার আমলার সেই সিংহাসন কেঁড়ে নিলেন বাবর। প্রথম ৯০ ইনিংসে থেকে এখন পাকিস্তানি অধিনায়কের সংগ্রহ ৪৬৬৪ রান।

নেদারল্যান্ডসের বিপক্ষেও আগুনে ফর্ম বজায় রেখেছে বাবরের ব্যাট। প্রথম ম্যাচে ৭৪ রান করার পর দ্বিতীয় ম্যাচেও করেছেন ৫৭ রান। এরপর তৃতীয় ম্যাচে আবার ৯১ রান। গোটা সিরিজে রান তুলেছেন ৭৪ গড়ে। ৮০.৭৩ স্ট্রাইকরেটে মোট ২২২ রান করেছেন বাবর। ৯১ রানের ইনিংসটাই এই সিরিজে তার সর্বোচ্চ।

বাবরের এই ধারাবাহিক ফর্মে তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। তার হাত ধরে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিতবে বলেও  মনে করেন অনেকে । আমলার রেকর্ড ভাঙ্গার পর নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবরকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এখনো মুখ খোলেননি হাশিম আমলা।

Exit mobile version