বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়কের নাম বলতে গেলে, সবার আগে চলে আসবে মাশরাফি বিন মুর্তজার নাম। লাল–সবুজের জার্সিতে যেমন, তেমনি ঘরোয়া ক্রিকেটেও তার সাফল্যের জুড়ি মেলা ভার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসছে আসরে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্ব দেবেন মাশরাফি।
নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। তারা লিখেছে, ” সিলেটকে নিয়ে নতুন মিশনে ক্যাপ্টেন মাশরাফি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। সেই ধারা বজায় রেখেছেন বিপিলেও। টি–২০ ক্রিকেটের জমজমাট এই আসরেও সফল অধিনায়কের তালিকায় শীর্ষ নামটি তার। “
মাশরাফিকে নিয়ে সিলেট আরো লিখেছে, ” বিপিএলে এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার। খেলোয়াড় হিসেবে জিতেছেন আরো একটি। ম্যাচ জয়ের দিকেও সফল মাশরাফি। এবার তাকে দলে ভিড়িয়েছে সিলেট। নতুন দল নিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় তিনি। তবে বাজিমাত করবে সিলেট? কেবল সময়ের অপেক্ষা। “
এর আগে মাশরাফিকে নিজেদের আইকন ক্রিকেটার হিসেবে সাইন করায় চায়ের রাজ্যের দলটি। উল্লেখ্য, ২০২৩ সালের ৬ জানুয়ারি মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টি–টোয়েন্টি টুর্নামেন্ট। এজন্য দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। প্লেয়ার ড্রাফটের আগেই এক এক করে দেশি–বিদেশি পছন্দের খেলোয়াড় সাইন করিয়ে নিচ্ছে তারা।