বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এর মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বিসিবি সভাপতি দাবি করেন সাকিব – তামিমের দ্বন্দ্বে ড্রেসিংরুমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।এরপর থেকেই তিনজনকে ঘিরে চলছে আলোচনা – সমালোচনা। কিন্তু একদিন যেতে না যেতেই, পুরো ব্যাপারটা মিডিয়ার সৃষ্টি বললেন পাপন।
একটা ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে পাপন দাবি করেন, সাকিব – তামিম মাঠের বাইরে কথা বলেননা। পাপনের মতে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাঁধা বাংলাদেশের ড্রেসিংরুমের অস্বাস্থ্যকর পরিবেশ । এমনকি সমস্যার সমাধান করার জন্য, সাকিব – তামিমের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়েছেন বলেও জানান বিসিবি সভাপতি। কিন্তু এবার জানালেন, দুজনের সম্পর্ক নিয়ে সাকিব – তামিমের কাছে কিছু জানতেই চাননি তিনি। সেক্ষেত্রে এই দুই অধিনায়কের মধ্যকার সমস্যা, মিডিয়ার কাছে শুনেই কথা বলেছেন বলে জানান পাপন।
সোমবার খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন পাপন। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব – তামিমের বিষয়ে কথা বলেন তিনি। পাপন বলেন, ” তাদের (সাকিব এবং তামিম) মধ্যে কি সমস্যা হয়েছে আমি জানি না। সমস্যা কি জানলে, সমাধান করার চেষ্টা করতাম। আমি দুজনের সঙ্গেই কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, এসব বিষয় মাঠের খেলায় কোনো প্রভাব ফেলবে না।
মিডিয়ার ঘাড়ে দায় চাপিয়ে, সাকিব – তামিমের প্রসঙ্গে পাপন আরো বলেন, ” ওরা (সাকিব এবং তামিম) দীর্ঘদিন ধরে একসাথে জাতীয় দলে খেলছে। আমি আগে কখনো এমনটা দেখিনি। ওদের মধ্যে যদি এমন কোনো সমস্যা থাকতো তাহলে সমাধানের জন্য আমি এগিয়ে আসতাম। তবে তরুণ ক্রিকেটাররা আলাদাভাবে সাকিব – তামিমের সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করে। সমস্যাটা আমি মিডিয়ার কাছে শুনেছি। “
একই প্রসঙ্গে দুই দিনে দুই ধরণের কথা বলায় সমালোচনার মুখে পড়েছেন পাপন। তবে ওয়ানডে অধিনায়ক তামিম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, সাকিবের সঙ্গে তার কোনো খারাপ সম্পর্ক নেই। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেননি সাকিব। এদিকে ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ। এসময়ে দলের অভ্যন্তরীণ অবস্থা এমন হলে, দলের পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। পাপনের বিস্ফোরক সাক্ষাৎকারের কারণে হইচই শুরু হয়েছে দেশের ক্রিকেটে।