আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে প্রথম দল হিসেবে ক্রিকেটারদের টি-টেন লিগে খেলার অনুমতি দেয় শ্রীলঙ্কা। আর এবার নিজেদের টি-টেন লিগ আনতে চলেছে শ্রীলঙ্কা । আগমী বছরের জুন মাসে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
ডিসেম্বরে আয়োজিত হবে এলপিএল। তবে সামনের বছরগুলোতে এলপিএল আগস্টে নিয়ে এসে টি-টেনকে নিয়ে যাওয়া হতে পারে ডিসেম্বরে। বিষয়টি নিশ্চিৎ করেছে এসএলসির সিইও অ্যাশলে ডি সিলভা।
এ সম্পর্কে তিনি বলেন, ” আগামী বছর ডিসেম্বরে আমাদের এলপিএল আছে। তবে সামনের বছরগুলোতে আগস্টে সময় ফাঁকা আছে যেখানে এলপিএল আয়োজন করা যেতে পারে। ফলে ২০২৩ সালে জুনে লঙ্কা টি-টেন এবং ডিসেম্বরে এলপিএল আয়োজিত হবে। ২০২৪ সাল থেকে টি-টেন লিগ চলে যাবে ডিসেম্বরে এবং এলপিএল হবে আগস্টে।
তবে টুর্নামেন্টের দিন এবং ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আশা করা হচ্ছে হাম্বানটোটা এবং ক্যান্ডিতে এই খেলা হতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠন করতে পারবে মোট ১৬ জন নিয়ে, যেখানে সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার বিদেশি থাকতে পারবে। আগামী বছরের জুনে ১২ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আয়োজিত হবে।