এ বছরটা যেন শুধুই সূর্যকুমার যাদবের। যেখানেই হাত দিচ্ছেন সোনা ফলছে৷ একটি নতুন দিন, একটি নতুন ম্যাচ আর যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য হয়ে ছুঁয়ে যাচ্ছে ভারতীয় ব্যাটসম্যানের ব্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে পেলেন র্যাঙ্কিংয়ে উন্নতির সুসংবাদ, আবার ভারতের জার্সিতে মাঠে নেমে গড়লেন নতুন রেকর্ড।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে, দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সূর্যকুমার। আর তাতেই একটি ব্যক্তিগত রেকর্ড গড়ে ফেললেন তিনি। শেখর ধাওয়ানকে পেছনে ফেলে ভারতের হয়ে টি–টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানের মালিক এখন সূর্যকুমার।
এতদিন এই রেকর্ডটি ছিল ২০১৮ ক্যালেন্ডার ইয়ারে ৬৮৯ রান করা ধাওয়ানের দখলে। এবার সেই রেকর্ড কেড়ে নিলেন তারই স্বদেশী ব্যাটসম্যান সূর্যকুমার।
২০২২ সালে এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ৪০.৬৬ গড়ে ব্যাট হাতে করেছেন ৭৩২ রান । ১৮০.২৯ স্ট্রাইকরেটে ব্যাটিং যেন তার মারকুটে রুপকেই বুঝিয়ে দেয়৷
এদিকে টি–টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের মধ্যে তিন নম্বরে আছেন ২০১৬ সালে ৬৪১ রান করা বিরাট কোহলি। এছাড়া ২০১৮ সালে ৫৯০ রান করে চতুর্থ স্থানে আছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।
সূর্যকুমারের এই ফর্ম তাকে আরেকটি সুখবর ও দিচ্ছে। আইসিসি সর্বশেষ হালনাগাদ টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়েও দুই নম্বরে উঠে এসেছেন সূর্যকুমার। তার সামনে শুধুই পাকিস্তানের ওপেনার রিজওয়ান।
সূর্যকুমারকে এই যুগের এবিডি ভিলিয়ার্স বলেও মনে করেন অনেকে। চারদিকে শট খেলার জন্য তাকে বর্তমান সময়ের ৩৬০ ডিগ্রি ক্রিকেটারও বলা হয়।পাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম তো তাকে প্রশংসায় ভাসিয়েছেন। আকরামের মতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব হতে পারেন ভারতের বাজির ঘোড়া।