Skip to main content

এবার ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসনের বিশ্ব রেকর্ড

জেমস অ্যান্ডারসন

ক্যারিয়ারের সূর্যাস্তে এসে জেমস অ্যান্ডারসনের জন্য প্রতিটা ম্যাচই যেন হয়ে উঠেছে রেকর্ড ভাঙাগড়ার কারিগর। ৪০ বছর বয়সী ইংলিশ পেসার এবার ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে মোট উইকেট শিকার করে, পেসার হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন অ্যান্ডারসন।

এতদিন এই রেকর্ডটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৪৯ উইকেট শিকার করা সাবেক অস্ট্রেলিয়ান পেসার ম্যাকগ্রার দখলে। ম্যানচেস্টার টেস্ট প্রোটিয়া ব্যাটসম্যান সাইমন হার্মারকে আউট করেই ম্যাকগ্রাকে পেছনে ফেলেন অ্যান্ডারসন। সেই ম্যাচ শেষে বর্তমানে তার উইকেট সংখ্যা ৯৫১।

এখন পর্যন্ত টেস্টে ৬৬৪টি, ওয়ানডেতে ২৬৯টি এবং টিটোয়েন্টিতে ১৮টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ম্যাকগ্রাকে পেছনে ফেলার দিনে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট শিকারি বোলারদের তালিকায় চার নম্বরে উঠে এলেন ইংলিশ পেসার। তার উপরে আছেন কেবল তিনজন স্পিনার।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের দখলে। যার ঝুলিতে রয়েছে মোট ১৩৪৭টি উইকেট। ১০০১টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগস্পিনার শেন ওয়ার্ন। এছাড়া তৃতীয় স্থানে থাকা সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলের শিকার ৯৫৬ উইকেট।

বয়স ৪০ হলেও ইংলিশ এই পেসার কিছুদিন আগে সাক্ষাৎকারে জানিয়েছেন এখনই তার অবসর নিয়ে ভাবনা নেই। বয়সকে জাস্ট একটা সংখ্যা বানিয়ে মাঠের ২২ গজে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। আর উইকেট নিলেই ছুয়ে ফেলবেন কুম্বলেকেও। এই ইংলিশ পেসারকে থামায় সাধ্য কার?

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...

বিপিএল ২০২৫: ফরচুন বরিশাল কি শিরোপা ধরে রাখতে পারবে?

সময় যত যাচ্ছে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিপিএল ২০২৫ নিয়ে উচ্ছ্বাস বাড়ছে। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, ফরচুন বরিশাল কি তাদের শিরোপা সফলভাবে ধরে রাখতে পারবে কি না? বিপিএল ২০২৪ -এ...

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান: ব্যাট হাতে গেম-চেঞ্জাররা

SA20 2023-এর সেরা ৫ ব্যাটসম্যান ব্যাট হাতে গেম-চেঞ্জাররা! SA20 2023-এর উদ্বোধনী আসরটি ক্রিকেটের এক দারুণ উৎসব ছিল, যেখানে উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স এবং রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর ছিল। এই প্রতিযোগিতার অসংখ্য...