ক্যারিয়ারের সূর্যাস্তে এসে জেমস অ্যান্ডারসনের জন্য প্রতিটা ম্যাচই যেন হয়ে উঠেছে রেকর্ড ভাঙা–গড়ার কারিগর। ৪০ বছর বয়সী ইংলিশ পেসার এবার ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে মোট ৬ উইকেট শিকার করে, পেসার হিসেবে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়লেন অ্যান্ডারসন।
এতদিন এই রেকর্ডটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৯৪৯ উইকেট শিকার করা সাবেক অস্ট্রেলিয়ান পেসার ম্যাকগ্রার দখলে। ম্যানচেস্টার টেস্ট প্রোটিয়া ব্যাটসম্যান সাইমন হার্মারকে আউট করেই ম্যাকগ্রাকে পেছনে ফেলেন অ্যান্ডারসন। সেই ম্যাচ শেষে বর্তমানে তার উইকেট সংখ্যা ৯৫১।
এখন পর্যন্ত টেস্টে ৬৬৪টি, ওয়ানডেতে ২৬৯টি এবং টি–টোয়েন্টিতে ১৮টি উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। ম্যাকগ্রাকে পেছনে ফেলার দিনে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট শিকারি বোলারদের তালিকায় চার নম্বরে উঠে এলেন ইংলিশ পেসার। তার উপরে আছেন কেবল তিনজন স্পিনার।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের দখলে। যার ঝুলিতে রয়েছে মোট ১৩৪৭টি উইকেট। ১০০১টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান লেগ–স্পিনার শেন ওয়ার্ন। এছাড়া তৃতীয় স্থানে থাকা সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলের শিকার ৯৫৬ উইকেট।
বয়স ৪০ হলেও ইংলিশ এই পেসার কিছুদিন আগে সাক্ষাৎকারে জানিয়েছেন এখনই তার অবসর নিয়ে ভাবনা নেই। বয়সকে জাস্ট একটা সংখ্যা বানিয়ে মাঠের ২২ গজে নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। আর ৫ উইকেট নিলেই ছুয়ে ফেলবেন কুম্বলেকেও। এই ইংলিশ পেসারকে থামায় সাধ্য কার?