সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচে বাইশ গজের লড়াই যতটা উত্তাপ ছড়ায়, তার চেয়ে বহুগুণে বেশি যেন বিতর্ক। বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ঘিরেও সৃষ্টি হয়েছে চরম বিতর্ক। ম্যাচের পর থেকেই চলছে বক্তব্য, পাল্টা বক্তব্য। দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সবাই মুখ খুলছেন প্রায়।
এবার বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে নতুন বিতর্ক, বিরাট কোহলির ফেক ফিল্ডিং এবং ভেজা মাঠে খেলা। সেই ইস্যুতে আইসিসিকে দোষারোপ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ভারতকে সেমিফাইনালে তুলতেই পক্ষপাতী করেছে আইসিসি।
আফ্রিদি বলেন, ” টিভিতেই দেখা গেছে সাকিব ভেজা মাঠ নিয়ে কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে আইসিসি পক্ষপাতী করেছে। তারা চেয়েছে, ভারত সেমিফাইনালে যাক। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচে ছিল। তারাই আবার সেরা আম্পায়ার হবে। “
আফ্রিদির দাবি, ভারত মাঠে খেললে আইসিসি চাপে থাকে। কারণ, হিসেবে তিনি দেখছেন, এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। এদিকে ম্যাচটিতে জিততে না পারলেও বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন সাবেক পাকিস্তানি তারকা। বিশেষ করে লিটন কুমার দাসের ইতিবাচক ব্যাটিংকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি।