Skip to main content

এবার ভারতের জামাই হতে চলেছেন কাগিসো রাবাদা

This time, Kagiso Rabada is going to be India's son-in-law

এর আগেও ভারতীয় নারীদের বিয়ে করার নজির রয়েছে ভিনদেশি ক্রিকেটারদের। সেই তালিকায় রয়েছে শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা ক্রিকেটারদের নাম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরেক বিশ্বনন্দিত ক্রিকেটারের নাম। ভারতীয় নারীকে বিয়ে করতে চলেছেন দক্ষিন আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা।

আফ্রিকান এই ফাস্ট বোলারের প্রেমিকার নাম  কারিশ্মা। তবে রাবাদা ক্রিকেটার হলেও, কারিশ্মা পেশায় একজন রেডিও জকি। এবার সেই প্রেমিকার পরিবারকে রাজি করাতে রাবাদা ছুটে গেলেন হবু শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে হিন্দি ভাষায় কারিশ্মার বাবা-মায়ের কাছে তাকে পাওয়ার কথা জানান রাবাদা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুভ কাজ সারতে যাওয়া রাবাদার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন কারিশ্মা। যেখানে রাবাদাকে বলতে দেখা যায়, ‘নমস্তে। ইস্ট অর ওয়েস্ট, মাই সাস ইজ বেস্ট। আমি আপনাদের পরিবারকে পেয়ে ধন্য হয়ে গিয়েছি।’ তবে এসব কথা হিন্দিতে বলতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেননি তিনি।

হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে বারবার ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছেন এই দক্ষিণ আফ্রিকান। অবশ্য পাশে থেকে তার ভুলগুলো শুধরে দেন কারিশ্মা। তবে ভাষায় ভুল করলেও, হবু শ্বশুর-শ্বাশুড়ির মন জয় করতে একেবারেই ভুল করেননি রাবাদা। তার এসব ভুল ক্ষমা করে দিয়ে, সাদরে গ্রহণ করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিন আফ্রিকার তুরুপের তাস রাবাদা। অস্ট্রেলিয়ার পেস বান্ধব পরিবেশে ঝড় তুলতে পারেন এই আফ্রিকান পেসার। তবে বিশ্বকাপের আগে রাবাদার ঐ ভিডিও ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই প্রশংসা করে লিখেছেন মাঠের ২২ গজে রাবাদা যেমন দুর্দান্ত ক্রিকেটার প্রেমিক হিসেবেও তেমনি দুর্দান্ত।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...

বিবিএল ২০২৪-২৫ সিজন ওপেনার: প্রথম কয়েকটি ম্যাচ থেকে কী আশা করা যায়?

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ তার ১৪ তম মরসুমে ফিরে এসেছে, উত্তেজনাপূর্ণ ক্রিকেট অ্যাকশনের প্রতিশ্রুতি দিয়ে। পার্থের দর্শনীয় অপটাস স্টেডিয়ামে মেলবোর্ন স্টারদের সাথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পার্থ স্কোর্চার্সের সাথে ১৫ ডিসেম্বর,...

বিপিএল ২০২৫-এর প্রস্তুতি: পূর্ণাঙ্গ সময়সূচী এবং টাইটেল স্পনসরশিপ উন্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর জন্য উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে, কারণ বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীরা আরেকটি বিস্ফোরক টি২০ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। নতুন স্পনসর এবং ম্যাচের পূর্ণ সময়সূচীর সাথে এই আইকনিক...