Skip to main content

এবার বিয়ের পিড়িতে শাদাব খান

Shadab khan ties the knot

ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটাররা সাত পাকে বাঁধা পড়ছেন। গত সোমবার সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় ক্রিকেট তারকা লোকেশ রাহুল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে শুভকাজ সম্পন্ন করেন ভারতীয় এই ক্রিকেটার। এবার লাখো তরুনীর হৃদয় ভেঙে বিয়ে করলেন পাকিস্তানের অলরাউন্ডার  শাদাব খান। রাহুল – আথিয়ার বিয়ের দিনে বিয়ে করেছেন তিনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

কিছুদিন আগে নতুন জীবনে পা দিয়েছেন হারিস রউফ। সদ্য বিয়ে করেছেন পাকিস্তানের আরও এক ক্রিকেটার শান মাসুদ। এবার পাকিস্তানের ক্রিকেটে বিয়ের জগতে আরও এক উইকেটের পতন ঘটলো। পাকিস্তানের কিংবদন্তি সাকলায়েন মুশতাকের মেয়ের সঙ্গে গত সোমবার শুভকাজ সম্পন্ন করেন শাদাব। বিয়ের পর নিজেই ইনস্টাগ্রাম এবং টুইটারে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান তিনি। 

যদিও পোস্টে সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক উল্লেখ করেননি শাদাব। পোস্টে তিনি লিখেন, ” সবাইকে একটা খুশির খবর দিতে চাই, আমি আমার মেন্টর  ( সাকলায়েন মুশতাক ) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করি, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও প্রচার বিমুখ, তারা জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। আমার স্ত্রীও প্রচার বিমুখ, সে ও প্রচারে আসতে চায়না। সে একান্তে জীবন থাকতে চায়। আমাদের জন্য দোয়া করবেন। ” তবে মজা করে এটাও লিখেছেন শাদাব, তার বিয়ে উপলক্ষে যদি কেউ উপহার পাঠাতে চায় তাহলে নিজের একাউন্ট নাম্বার দিয়ে দেবেন।  

পাকিস্তানের এই ক্রিকেটারের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নতুন জীবনে তাকে শুভেচ্ছা – অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থরা। শাদাবের সঙ্গে ইফতিখার আহমেদের এক ছবি পোস্ট করেন ইফতিখার। সেখানে সাকলায়েন মুশতাক এবং তার স্ত্রী সানা সাকলায়েনকে ট্যাগ করে তিনি লেখেন, ” এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত জনাব। শুভকামনা রইল “।

এদিকে পাকিস্তান ক্রিকেটে বিয়ের মৌসুম শেষ হচ্ছে না এখনো। পাকিস্তানের অন্যতম সেরা বোলার শাহিন আফ্রিদিও আসতে চলেছেন দুলা মিয়া ভাইদের ক্লাবে। সংবাদ সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই  বিয়ে করছেন পাকিস্তানি এই ক্রিকেটার। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই ক্রিকেটার। 

এদিকে বিয়ের পরেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাদাব। সামনেই পিএসএল। সেখানে খেলতে মুখিয়ে আছেন এই ক্রিকেটার। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের অপরিহার্য ক্রিকেটার তিনি। দেখা যাক স্ত্রী ভাগ্যে এখন মাঠের ক্রিকেটে আরো দারুন পারফর্মার হয়ে ওঠেন কিনা।

আরো আজকের ট্রেন্ডিং

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...

SA20 2023-এর সেরা ৫ বোলার: ইয়র্কার থেকে হ্যাটট্রিকের গল্প

SA20 2023-এর প্রথম আসর উপহার দিয়েছে শ্বাসরুদ্ধকর ম্যাচ, রোমাঞ্চকর ক্রিকেট এবং অনেক তারকা-খচিত পারফরম্যান্স। ব্যাটসম্যানরা ঝড়ো ব্যাটিং দিয়ে শিরোনাম দখল করলেও, প্রতিযোগিতার প্রকৃত নায়ক ছিলেন বোলাররা। তাঁদের নিখুঁত দক্ষতা, কৌশল...