ক্রিকেট পাড়ায় যেন বিয়ের ধুম পড়েছে। একের পর এক ক্রিকেটাররা সাত পাকে বাঁধা পড়ছেন। গত সোমবার সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় ক্রিকেট তারকা লোকেশ রাহুল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে শুভকাজ সম্পন্ন করেন ভারতীয় এই ক্রিকেটার। এবার লাখো তরুনীর হৃদয় ভেঙে বিয়ে করলেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান। রাহুল – আথিয়ার বিয়ের দিনে বিয়ে করেছেন তিনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।
কিছুদিন আগে নতুন জীবনে পা দিয়েছেন হারিস রউফ। সদ্য বিয়ে করেছেন পাকিস্তানের আরও এক ক্রিকেটার শান মাসুদ। এবার পাকিস্তানের ক্রিকেটে বিয়ের জগতে আরও এক উইকেটের পতন ঘটলো। পাকিস্তানের কিংবদন্তি সাকলায়েন মুশতাকের মেয়ের সঙ্গে গত সোমবার শুভকাজ সম্পন্ন করেন শাদাব। বিয়ের পর নিজেই ইনস্টাগ্রাম এবং টুইটারে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান তিনি।
যদিও পোস্টে সাকলায়েনের সঙ্গে তার সম্পর্ক উল্লেখ করেননি শাদাব। পোস্টে তিনি লিখেন, ” সবাইকে একটা খুশির খবর দিতে চাই, আমি আমার মেন্টর ( সাকলায়েন মুশতাক ) পরিবারের সদস্য হতে যাচ্ছি। যখন থেকে ক্রিকেট খেলা শুরু করি, পারিবারিক জীবনকে আলাদা রাখতে চেয়েছি। আমার পরিবারও প্রচার বিমুখ, তারা জনসম্মুখ থেকে আলাদা থাকতে চেয়েছে। আমার স্ত্রীও প্রচার বিমুখ, সে ও প্রচারে আসতে চায়না। সে একান্তে জীবন থাকতে চায়। আমাদের জন্য দোয়া করবেন। ” তবে মজা করে এটাও লিখেছেন শাদাব, তার বিয়ে উপলক্ষে যদি কেউ উপহার পাঠাতে চায় তাহলে নিজের একাউন্ট নাম্বার দিয়ে দেবেন।
পাকিস্তানের এই ক্রিকেটারের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নতুন জীবনে তাকে শুভেচ্ছা – অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থরা। শাদাবের সঙ্গে ইফতিখার আহমেদের এক ছবি পোস্ট করেন ইফতিখার। সেখানে সাকলায়েন মুশতাক এবং তার স্ত্রী সানা সাকলায়েনকে ট্যাগ করে তিনি লেখেন, ” এই ব্যক্তিটি আজ থেকে শুধু ভাই নয়, দুলা মিয়া ভাইও হয়ে গেছে। ভাইজানদের ক্লাবে স্বাগত জনাব। শুভকামনা রইল “।
এদিকে পাকিস্তান ক্রিকেটে বিয়ের মৌসুম শেষ হচ্ছে না এখনো। পাকিস্তানের অন্যতম সেরা বোলার শাহিন আফ্রিদিও আসতে চলেছেন দুলা মিয়া ভাইদের ক্লাবে। সংবাদ সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই বিয়ে করছেন পাকিস্তানি এই ক্রিকেটার। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন এই ক্রিকেটার।
এদিকে বিয়ের পরেই ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন শাদাব। সামনেই পিএসএল। সেখানে খেলতে মুখিয়ে আছেন এই ক্রিকেটার। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের অপরিহার্য ক্রিকেটার তিনি। দেখা যাক স্ত্রী ভাগ্যে এখন মাঠের ক্রিকেটে আরো দারুন পারফর্মার হয়ে ওঠেন কিনা।