বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি – টোয়েন্টি লিগের ব্যস্ত সূচি। এবার শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ব্যাট – বলের লড়াই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকায় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী, লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর।
সূচি ঘোষণার পর পিসিবির সভাপতি নাজাম শেঠি জানালেন, এবারের আসর থেকে পিএসএলকে আরো বেশি বিশ্বমানের করে তুলবেন তারা। এ প্রসঙ্গে শেঠি বলেন, ” এবারের পিএসএল অনুষ্ঠিত হবে পাকিস্তানের চারটি ভেন্যুতে। এটি আমাদের জন্য অনেক বড় একটি টুর্নামেন্ট। তাই আমরা চাইবো, বিদেশি সব তারকাদের এখানে আনতে। টুর্নামেন্টকে আগের চেয়ে শক্তিশালী এবং সুন্দর করতে চাই। “
শেঠির আশা, এবারের পিএসএল সবার মাঝে রোমাঞ্চ ছড়িয়ে দেবে। ছয় দলের লড়াইয়ে কাদের হাতে উঠবে স্বপ্নের শিরোপা এমন প্রশ্নই এখন ঘুরছে পাকিস্তানের ক্রিকেটে। শেঠির প্রত্যাশা জমজমাট একটি আসর উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রমীরা। পিসিবি সভাপতি আরো বলেন, ” এবারের আসরে তৃতীয় শিরোপার খোঁজে নামবে ইসলামাবাদ ইউনাইটেড। এছাড়া দুই নম্বর শিরোপার জন্য খেলবে লাহোর কালান্দার্স। অবশ্য অন্য দলগুলো লড়াই করবে, চ্যাম্পিয়ন হতে। আশা করি দর্শকদের ভালো একটি টুর্নামেন্ট উপহার দেব।“
এদিকে পিএসএলের সূচি প্রকাশ হওয়ায়, ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কারণ, যে সময়ে পাকিস্তানের লিগ শুরু হবে, সেই সময়ে বাকি থাকবে বাংলাদেশি লিগের শেষ চারের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ। সেক্ষেত্রে পিএসএল শুরু হলে, উড়াল দিতে পারেন একঝাঁক পাকিস্তানি ক্রিকেটার। আর তাই যদি হয়, তবে অনেকটাই জৌলুস হারাবে এবারের বিপিএল।
কারণটাও স্পষ্ট, এবারের বিপিএলে বিদেশি তারকা বলতে কেবল পাকিস্তানিরাই আছেন চোখে পড়ার মতো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা শ্রীলংকা থেকেও কোনো বড় তারকা টানতে পারেনি বিপিএল। কারণ, একই সময়ে চলছে ইন্টারন্যাশনাল টি–২০ লিগ এবং এসএটি২০ লিগ। যেখানে বিপুল পরিমাণ অর্থের ছড়াছড়িও আছে। তাই তো বিপিএলে যে কয়জন তারকা এসেছেন, তারাও উড়ে গেছেন সেখানে।
বর্তমানে বিপিএল মাতিয়ে রেখেছেন, পাকিস্তানের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটাররা। খেলছেন মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, খুশদীল শাহ এবং মোহাম্মদ আমিরদের মতো ক্রিকেটার। কিন্তু শেষ মুহুর্ত যদি তারা পিএসএলে চলে যান, তাহলে তারকা শূন্য হয়ে পড়বে বিপিএল। বিপিএল তখন পুরোপুরি ঘরোয়া লিগে পরিণত হলে, ধুকতে থাকা এই লিগের মান নিয়েও প্রশ্ন উঠে যাবে স্বাভাবিকভাবে। এই বিষয়ে অবশ্য এখনো মুখ খোলেননি বিসিবি কর্মকর্তারা।