Skip to main content

এবার জয় শাহকে খোঁচা দিলেন নাজাম শেঠি

এবার জয় শাহকে খোঁচা দিলেন নাজাম শেঠি

গেল বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে আগামী দুই বছরে এশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সবগুলো টুর্নামেন্টের সূচি। আর সেই সূচি প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। তিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডেও সচিব। ফলে এশিয়ান সূচি প্রকাশের পরপরই শুরু হয়ে গেলো বাকযুদ্ধ। জয়কে খোঁচা দিয়ে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি।

জয়ের প্রকাশিত সেই সূচি নিয়ে ক্ষুব্ধ শেঠি। এক টুইট বার্তায় পিসিবি সভাপতি বলেন, ” ২০২৩ এবং ২০২৪ সালের একতরফা সূচি প্রকাশ করার জন্য ধন্যবাদ। তারমধ্যে আবার ২০২৩ সালের এশিয়া কাপও আছে, যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। যখন এতকিছু করলেন, ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও প্রকাশ করে ফেলুন। আশা করি, খুব তাড়াতাড়ি জবাব পাবো। “

এ তো ভারতের ওপর শেঠির ক্ষোভ উগরে দেওয়া মাত্র! পাকিস্তানের মাঠে ভারত খেলতে না আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা পাকিস্তান সরকারের হাতেই তুলে দিয়েছেন তিনি। তবে শেঠির কথা থেকে এটুকু ধারণা করা যায়, সরকারের অনুমতি না পেলে ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান দল। এ নিয়ে পিসিবি সভাপতির অবস্থানটাও অনড় বলে জানা যায় পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে।

এর আগে পিসিবির বিদায়ি সভাপতি রমিজ রাজাও কথা বলেছেন কড়া সুরে। যিনি সাফ জানিয়ে দেন, ভারতীয়রা পাকিস্তানে আসলে পাকিস্তানিরাও ভারতে যাবে। অন্যথায় ভারত যেমন এশিয়া কাপ খেলতে আসবে না, তেমন ওয়ানডে বিশ্বকাপকে বয়কট করবে পিসিবিও। বোর্ডে এখন রমিজ নেই, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের রেওয়াজের বদল ঘটেনি একটুও। নাজাম শেঠির নেতৃত্বাধীন বোর্ডও কঠোর অবস্থানে। 

এদিকে জয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, এবছরের এশিয়া কাপ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। যেখানে ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে পাঁচটি দলের নাম। বাকি একটি দল বাছাইপর্ব খেলে মূলপর্বে জায়গা করে নিতে হবে। এবারের আসরেও প্রথম পর্বে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। ‘বি’ গ্রুপের বাংলাদেশের সঙ্গী হবে শ্রীলংকা এবং আফগানিস্তান। অবশ্য এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।

রাজনৈতিক টানাপোড়েনের কারনেই মূলত ভারত – পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়না। দর্শক চাহিদা থাকলেও তাই আইসিসির কোন ইভেন্টেই শুধু দুই দল মুখোমুখি হয়। একেই কারনে ভারতের আইপিএলেও ব্রাত্য হয়ে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী এশিয়া কাপ নিয়েও দুই দেশের কাদা ছোড়াছুড়ি চলছে অনেক দিন ধরেই। শেঠির টুইটের পালটা জবাব এখনো অবশ্য দেননি জয় শাহ৷

আরো আজকের ট্রেন্ডিং

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: র‌্যাঙ্কিং সেরা বোলিং লাইন আপ

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ক্রমাগতভাবে ক্রিকেটের সেরা বোলিং প্রতিভা দেখায়। বোলাররা প্রায়শই টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে, তাদের নির্ভুলতা এবং কৌশল দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪-২৫ মৌসুমও এর ব্যতিক্রম...

বিপিএল টিকিটের মূল্য এবং অনলাইন বুকিং প্রক্রিয়া ২০২৫: একটি সম্পূর্ণ নির্দেশিকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫) আবারও ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করতে প্রস্তুত হয়ে উঠেছে। এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি বাংলাদেশে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে। ম্যাচগুলো আয়োজন করা হবে...

SA20 2025 এর একটি পূর্ণাঙ্গ গাইড: আপডেটেড সিডিউল, টিম, এবং পূর্ববর্তী চ্যাম্পিয়নদের তালিকা

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় টি২০ টুর্নামেন্ট SA20 2025 সংস্করণটি ফিরছে, যা উচ্চ-তীব্রতা সম্পন্ন ক্রিকেট, তারকা-সজ্জিত রোস্টার এবং চরম উত্তেজনার সাথে এক অনন্য অভিজ্ঞতা দেবে। ক্রিকেট ক্যালেন্ডারে এটি একটি অত্যন্ত প্রতীক্ষিত ইভেন্ট,...

বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫: বিবিএল বিজয়ীদের তালিকা বছরভিত্তিক ভাঙ্গন এবং আসন্ন সিজনের জন্য ড্রিম ১১ পূর্বাভাস

বিবিএল বিজয়ীদের তালিকা সম্পর্কে অবগত থাকা এবং ড্রিম ১১ পূর্বাভাস জানা আপনার কল্পনাপ্রসূত ক্রীড়া অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। এই নিবন্ধটি বছর অনুযায়ী BBL বিজয়ীদের তালিকা দেখে আসন্ন মরসুমের জন্য ড্রিম ১১...