Skip to main content

এবার জয় শাহকে খোঁচা দিলেন নাজাম শেঠি

এবার জয় শাহকে খোঁচা দিলেন নাজাম শেঠি

গেল বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে আগামী দুই বছরে এশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সবগুলো টুর্নামেন্টের সূচি। আর সেই সূচি প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। তিনি আবার ভারতীয় ক্রিকেট বোর্ডেও সচিব। ফলে এশিয়ান সূচি প্রকাশের পরপরই শুরু হয়ে গেলো বাকযুদ্ধ। জয়কে খোঁচা দিয়ে বসলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি।

জয়ের প্রকাশিত সেই সূচি নিয়ে ক্ষুব্ধ শেঠি। এক টুইট বার্তায় পিসিবি সভাপতি বলেন, ” ২০২৩ এবং ২০২৪ সালের একতরফা সূচি প্রকাশ করার জন্য ধন্যবাদ। তারমধ্যে আবার ২০২৩ সালের এশিয়া কাপও আছে, যেটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। যখন এতকিছু করলেন, ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিও প্রকাশ করে ফেলুন। আশা করি, খুব তাড়াতাড়ি জবাব পাবো। “

এ তো ভারতের ওপর শেঠির ক্ষোভ উগরে দেওয়া মাত্র! পাকিস্তানের মাঠে ভারত খেলতে না আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা পাকিস্তান সরকারের হাতেই তুলে দিয়েছেন তিনি। তবে শেঠির কথা থেকে এটুকু ধারণা করা যায়, সরকারের অনুমতি না পেলে ভারতের মাটিতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান দল। এ নিয়ে পিসিবি সভাপতির অবস্থানটাও অনড় বলে জানা যায় পাকিস্তানের গণমাধ্যমের সূত্রে।

এর আগে পিসিবির বিদায়ি সভাপতি রমিজ রাজাও কথা বলেছেন কড়া সুরে। যিনি সাফ জানিয়ে দেন, ভারতীয়রা পাকিস্তানে আসলে পাকিস্তানিরাও ভারতে যাবে। অন্যথায় ভারত যেমন এশিয়া কাপ খেলতে আসবে না, তেমন ওয়ানডে বিশ্বকাপকে বয়কট করবে পিসিবিও। বোর্ডে এখন রমিজ নেই, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের রেওয়াজের বদল ঘটেনি একটুও। নাজাম শেঠির নেতৃত্বাধীন বোর্ডও কঠোর অবস্থানে। 

এদিকে জয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, এবছরের এশিয়া কাপ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। যেখানে ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে পাঁচটি দলের নাম। বাকি একটি দল বাছাইপর্ব খেলে মূলপর্বে জায়গা করে নিতে হবে। এবারের আসরেও প্রথম পর্বে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। ‘বি’ গ্রুপের বাংলাদেশের সঙ্গী হবে শ্রীলংকা এবং আফগানিস্তান। অবশ্য এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।

রাজনৈতিক টানাপোড়েনের কারনেই মূলত ভারত – পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়না। দর্শক চাহিদা থাকলেও তাই আইসিসির কোন ইভেন্টেই শুধু দুই দল মুখোমুখি হয়। একেই কারনে ভারতের আইপিএলেও ব্রাত্য হয়ে আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী এশিয়া কাপ নিয়েও দুই দেশের কাদা ছোড়াছুড়ি চলছে অনেক দিন ধরেই। শেঠির টুইটের পালটা জবাব এখনো অবশ্য দেননি জয় শাহ৷

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...