BJ Sports – Cricket Prediction, Live Score

এবার ছয় বলে টানা ছয় ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল

Andre Russel

আন্দ্রে রাসেল

বর্তমানের টি টোয়েন্টি ক্রিকেটে তাকে বলা হয় বিনোদনের ফেরিওয়ালা। উপাধিটা যে ভুল নয় আরো একবার প্রমান করলেন তিনি। ছয় বলে ছয় ছক্কা! এবার অবিশ্বাস্য সেই কীর্তি গড়লেন আন্দ্রে রাসেল। তাও আবার কিনা ইউনিভার্স বস গেইলের দলের বিপক্ষে? 

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ব্যাট হাতে চড়াও হয়েছেন ১০ ওভারের ‘সিক্সটি’ টুর্নামেন্টে। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষেই রাসেলের এমন বিধ্বংসী রূপ দেখা গেছে।

ম্যাচে মাত্র ২৪ বলে ৭২ রান করেন রাসেল। যেখানে টানা ছয়টি ছক্কা হাঁকান তিনি। যদিও একই ওভারে নয়, দুই ওভারে মিলিয়ে টানা ছয় বলে ছয়টি ছক্কা মারেন তিনি। এ নিয়ে বিশ্বের সপ্তম এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টানা ছয় ছক্কার মারার কৃতিত্ব দেখান রাসেল। তবে তাতেও হার্শেল গিবস, গ্যারি সোবার্স, যুবরাজ সিংদের ছুঁতে পারেননি তিনি।

১০ ওভারের এই ম্যাচের সপ্তম ওভারে ডমিনিক ড্রেকসের বলে টানা চারটি ছক্কা হাঁকান রাসেল। পরের ওভারে জন-রাস জাগেসারের প্রথম দুই বলেও উড়িয়ে সীমানা পার করান তিনি। 

এদিকে ‘সিক্সটি’ টুর্নামেন্টের পারফর্মম্যান্সের ভিত্তিতেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়বে ওয়েস্ট ইন্ডিজ। তাই দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাওয়া রাসেল এই টুর্নামেন্টকেই পাখির চোখ করেছেন। রাসেলের আগে ছয় বললে ছয়টি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান গ্যারি সোবার্স, হার্শেল গিবস, রবি শাস্ত্রী, যুবরাজ সিং, কাইরন পোলার্ড এবং জয়করণ মালহোত্র।

সাক্ষাৎকারে দেশের হয়ে আবারো টি টোয়েন্টি  বিশ্বকাপ জেতার কথা বলেছেন রাসেল। দেখা যাক রাসেলের সেই চাওয়া পূরন করে কিনা উইন্ডিজ বোর্ড। বোর্ডের সাথে রাসেলের সম্পর্কটাই যে সাপে -নেউলের মত!

Exit mobile version