কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে বরখাস্ত হয়েছেন রমিজ রাজা। মূলত নাজাম শেঠির কাছেই পরাজিত হয়েছেন রমিজ। তাকে সরিয়ে পুনার পিসিবি সভাপতির চেয়ার বসেছেন শেঠি। ক্ষমতা পাওয়ার পর এবার সদ্য সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করলেন শেঠি। শেঠির মতে, ক্রিকেটকে ধ্বংস করেছেন তারা।
সম্প্রতি পিসিবির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ – ইমরানের সমালোচনা করে শেঠি বলেন, ” পাকিস্তানের ক্রিকেট একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। রমিজ এবং ইমরান দেশের ক্রিকেটের জন্য কি করেছে তা আমাদের সামনে আছে। সব তছনছ করে, পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করে দিয়েছে দুজনে। পাকিস্তান ক্রিকেটের বড় ক্ষতি করেছে ইমরান খান আর রমিজ রাজা, এই ক্ষতি অপূরনীয়। দেশের ভালোর জন্যই এখন আবার নতুন করে সবকিছু ঠিক করতে হবে। পাকিস্তানের ক্রিকেটে নতুনভাবে সব শুরু করতে হবে। খুব কঠিন ব্যাপার, কিভাবে ঠিক করবো, কিভাবে সব সামলাবো সে চিন্তায় ঘুমাতে পারছি না। এটা কঠিন এক চ্যালেঞ্জ। “
এর আগে পিসিবি থেকে নিজের পদত্যাগ নিয়ে শেঠি বলেন, ” আসলে যে সময়টা নিয়ে আমার এত সমালোচনা করা হয়, সেই সময় আমি আসলে দায়িত্ব নিতে চাইনি। আমাকে অন্তর্বর্তীকালীন তিন মাসের দায়িত্ব দেওয়া হয়। পরে এক প্রকার বাধ্য হয়ে স্থায়ী হয়ে যাই আইনের মারপেঁচে পড়ে। তারপরেও পাকিস্তানের ক্রিকেটে দায়িত্বটা ভালোভাবেই পালন করছিলাম। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পর, সবকিছু বদলে যেতে লাগলো, আমার সাথে মতের অমিল হতে শুরু করে। স্বাধীনভাবে কাজ করতে না পারার কারনে আমি সভাপতির পদ থেকে সরে যাই। “
এদিকে ভারতে খেলতে যাওয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন শেঠি। তিনি বলেন, ” ভারতে পাকিস্তানের খেলতে যাওয়ার বিষয়ে চারদিকে আলোচনা হচ্ছে প্রচুর। তবে এই ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড কর্তাদের নিয়ে আলোচনায় বসবো। তারপর সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু সবকিছু বিবেচনা করে, চারদিকের পরিস্থিতি দেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই সিদ্ধান্তের উপর পাকিস্তানের ক্রিকেটের অনেক ব্যাপার নির্ভর করছে। এটি মূলত পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। তাই সরকার যা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব “।
দ্বিতীয় মেয়াদে পিসিবি সভাপতি হওয়ার পর থেকে সকল সংবিধান বদলে ফেলেছেন শেঠি। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী গঠিত সবগুলো কমিটিকে অকার্যকর ঘোষণা করেছেন তিনি। এরমধ্যে দায়িত্ব হারিয়েছেন নির্বাচক কমিটির প্রধান মোহাম্মদ ওয়াসিমও। তার জায়গায় অন্তর্বর্তীকালীন হিসেবে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে।