অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের খবর, এখনো টাটকা। ২০২৩ সাল পর্যন্ত তার নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তিনি। এই ফরম্যাটে বাজে ফর্মের কারনেই দ্রুত এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বলে ধারনা ক্রিকেট বোদ্ধাদের।
এরমধ্যে আলোচনা শুরু হয়েছে, কে হচ্ছেন অস্ট্রেলিয়া নতুন ওয়ানডে অধিনায়ক? তবে খোদ বিদায়ী অধিনায়কই বলে গেছেন, স্টিভেন স্মিথের নাম। ফিঞ্চের মতে, স্মিথই পারবেন অস্ট্রেলিয়া দলটাকে ভালোভাবে সামলাতে।
এর আগেও অজিদের নেতৃত্ব দিয়েছেন স্মিথ। কিন্তু ২০১৮ সালে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়ার পর স্মিথের ক্যারিয়ারে যে কালো দাগ লেগে যায়, সে দাগ এখনো মুছেনি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও নেতৃত্বটা আর ফিরে পাননি তিনি। তবে এবার আর চার বছর আগের সেই ঘটনাকে বাঁধা হিসেবে দেখছেন না স্মিথ।
তবে সমস্যা না থাকলেও স্মিথ নেতৃত্ব নিতে আগ্রহী কি না, সেটা একটি বড় প্রশ্ন। ফিঞ্চের বিদায়ী ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের জবাবে স্মিথ জানালেন, তাতে হতাশই হতে পারেন সমর্থকরা। নেতৃত্বের কথা পাশ কাটিয়ে, বরং অবসরের প্রসঙ্গ টানলেন তিনি।
ফের অজিদের নেতৃত্ব পেলে নেবেন কি না, সেই প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘ না। আমরা দেখি কি হয়। যদি তারা (বোর্ড) আমাকে দায়িত্ব নিতে বলে, সত্যি করে বললে আমি আসলে এই মুহূর্তে জানি না কি করবো। আমার বয়স ৩৩ হচ্ছে। সম্ভবত অবসরের তালিকায় পরবর্তী নামটি আমারই। তাই দেখা যাক, কি হয়!’
উল্লেখ্য বিদায়ী অধিনায়ক ফিঞ্চ ৫৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। ফিঞ্চের বিদায়ের পর কার হাতে ওঠে অজিদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সেটাই এখন দেখার বিষয়।