এশিয়া কাপ শেষ হয়ে গেছে সেই ১১ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপে ব্যর্থতার রেশ যেন কিছুতেই কাটছেনা টিম ইন্ডিয়ার। সামনের মাসে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের আগে এই ছন্দপতন প্রভাব ফেলতে পারে ভারতীয় দলে। তাই এশিয়া কাপে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবার এশিয়া কাপে সুপার ফোরের পর্ব থেকে বাদ পড়ে যায় ভারত। শেষ হয়ে যায় ৮ম বার এশিয়া কাপের স্বপ্নজয়। পাকিস্তানের পর শ্রীলঙ্কার সাথে হেরে টানটান উত্তেজনার ম্যাচটিও হাতছাড়া হয়ে যায় রোহিতদের। ছন্দে থাকা ভারতীয় দলে হঠাৎ কেন এই ছন্দপতন?
এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার এতদিন পর তার কারন জানালেন বোর্ড কর্তারা। এক বোর্ড সদস্য জানান, ” হ্যাঁ, আমরা পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছি। তবে সমস্যা নিয়ে নয়, আমরা সমাধান নিয়ে কথা বলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোন কোন বিষয়ে উন্নতি করা দরকার, সেগুলো চিহ্নিত করা হয়েছে।”
এশিয়া কাপের পরিসংখ্যান অনুযায়ী ভারতের হারের অন্যতম কারণ মিডল অর্ডারে ব্যর্থতা। সমসার কারণ খুঁজতে গিয়ে ভারতের মিডল অর্ডারে ব্যর্থতার কথাও উল্লেখ করেন তিনি। ঐ বোর্ড কর্মকর্তা বলেন ” ইনিংসের মাঝের ওভারগুলোয় আমাদের ব্যাটিং ভালো হয়নি। বিশেষ করে ইনিংসের ৭ থেকে ১৫ ওভারের সময়ে আমাদের ব্যাটিং খারাপ হয়েছে। বিষয়টা দলের কোচ, অধিনায়কের অজানা নয়।”
উল্লেখ্য, এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারালেও সুপার ফোরের ম্যাচে প্রথম হারে পাকিস্তানের বিপক্ষে। এরপর লংকানদের কাছে হেরে এশিয়া কাপ শেষ হয়ে যায় রোহিতদের। ২৩ অক্টোবর বিশ্বকাপে আবার পাকিস্তানের বিপক্ষে প্রথম মাঠে নামবে ভারত। দেখা যাক এশিয়া কাপের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে কিনা টিম ইন্ডিয়া।