চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তার জন্য যেন বিশেষ একটি মাঠ । এই মাঠেই ডাবল সেঞ্চুরিতে একটি নয় দুটি নয় দশ দশটি রেকর্ড গড়ে ফেললেন তিনি। গোটা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেন সুযোগ পেলে তার ব্যাট ও কথা বলতে পারে৷ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মারকাটারি ব্যাটিংয়ের পর ভারতের বিহারের ছেলে ঈশান কিশান এখন সংবাদের শিরোনামে । শনিবার বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতের এই উইকেটরক্ষক, বাঁহাতি ব্যাটসম্যান। ভারতকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের বন্যা বইয়ে দিলেন তিনি। এবার দেখা যাক ডাবল সেঞ্চুরিতে কী কী রেকর্ডের মালিক হলেন ভারতের এই তরুণ ক্রিকেটার।
দ্রুততম দ্বিশতরান : ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ভারতীয় এই তরুণ উইকেটরক্ষক। সবচেয়ে কম ১৩৮ বলে দ্বিশতরান করে এতদিন বিশ্বের দ্রুততম দ্বিশতরানের মালিক ছিলেন ক্রিস গেইল।শনিবার গেইলের সেই রেকর্ড ভেঙে ১২৬ বলে দ্বিশতরান করে বিশ্বের দ্রুততম দ্বিশতরানের মালিক এখন ঈশান।
প্রথম শতরানেই দ্বিশতরান : ঈশানই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি প্রথম শতরানেই দ্বিশতরানের মালিক। এর আগে এই নজির কেউ গড়তে পারেননি।
তরুণতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরান : ভেঙে দিলেন ‘ হিটম্যান ‘ খ্যাত রোহিত শর্মার রেকর্ড। ২৬ বছর ১৮৬ দিন বয়সে প্রথম দ্বিশতরান করেছিলেন রোহিত। ২৪ বছর ১৪৫ দিন বয়সে দ্বিশতরান করে রোহিতকে টপকে গেলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিশতরান : ওয়ানডে ক্রিকেটে এর আগে কোন ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে দ্বিশতরান করতে পারেননি। ঈশানই প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন।
কম ওভারে দ্বিশতরান : এতদিন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ৪৩.৩ ওভারে দ্বিশতরানের মালিক ছিলেন বীরেন্দ্র শেবাগ। শেবাগকে টপকে মাত্র ৩৫ ওভারে দ্বিশতরান পার করে সবচেয়ে কম ওভারে দ্বিশতরানের মালিক এখন ঈশান।
বাউন্ডারিতে ১৫৬ রান : ঈশানের করা ২১০ রানের মধ্যে ১৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। রোহিত, গাপটিলের পর এবার বাউন্ডারি থেকে বেশি রানের মালিক ঈশান। বাউন্ডারি থেকে রোহিতের এসেছিল ১৮৬ রান এবং মার্টিন গাপটিলের এসেছিল ১৬২ রান।
ভারতের দ্রুততম ১৫০ : ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ১৫০ রান পার করার রেকর্ডও এখন ঈশানের দখলে। শেবাগকে টপকে মাত্র ১০৩ বলে ১৫০ রান করলেন ঈশান।
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি : ঈশান এবং কোহলি জুটি ২৯০ রানের ইনিংস খেললেন। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ। সঙ্গে টপকে গেলেন হাশিম আমলা এবং কুইন্টন ডি’ককের ২৮২ রানের রেকর্ড।
ঈশান একাই ৬৮.৬ শতাংশ : ঈশান এবং কোহলি জুটি থেকে ৬৮.৬ শতাংশ রানই এসেছে ঈশানের ব্যাট থেকে। যা ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এর মাধ্যমে টপকে গেলেন ৬৫.৬ শতাংশ রান করা টম লাথামকে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ৪০০: এর আগে কোন দল বাংলাদেশের বিপক্ষে ৪০০ রান করতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে ৪০০ রান করতে সবচেয়ে বড় ভূমিকা ঈশানের।
ভারতের দলে এখনো নিয়মিত হতে পারেননি এই ব্যাটার। তবে রোহিতের ইনজুরিতে সুযোগ পায় ঈশান। সেই সুযোগ কাজে লাগিয়ে ঈশান যেন ভারতীয় নির্বাচকদের বার্তা দিলেন, দলের হাল ধরতে তিনি প্রস্তুত। ডাবল সেঞ্চুরির পর এখন প্রশংসায় ভাসছেন ভারতের এই উঠতি তারকা।